মঙ্গলবার (২৪ জানুয়ারি) গণমাধ্যমকে তিনি এ বিষয়ে বিস্তারিত জানান।
পাপন জানান, ‘অনুশীলন ক্যাম্প থেকে শুরু করে ক্রিকেটাররা যখন ছুটিতে নিজ নিজ বাড়িতে থাকবেন তখনও তাদের কড়া নজরদারীতে রাখা হবে।
এদিকে টাইগারদের ফিটনেসকে আরও উন্নত করতে বিশ্বখ্যাত প্রোটিয়া ফিল্ডার জন্টি রোডসকে পরামর্শক হিসেবে নিয়োগের কথাও ভাবছে বিসিবি। আপাতত বিষয়টি আলোচনার পর্যায়ে আছে। সব কিছু ঠিকঠাক থাকলে খুব শিগগিরই হয়তো তাকে টাইগারদের ডেরায় দেখা যাবে।
পাপন যোগ করেন, ‘ফিটনেসের প্রতি আমরা আরও বেশি জোর দেব। জন্টি রোডসের মতো ফিল্ডিং পরামর্শক আমরা নিয়ে আসার চেষ্টা করছি। কারণ এ বছর যে হারে আমাদের দেশের বাইরে খেলা, তাতে ভালো ফিটনেস থাকাটা জরুরি। পর্যাপ্ত ফিটনেস না থাকলে তারা পেরে উঠবে না। তবে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। ’
এদিকে ফেব্রুয়ারির ৯-১৩ তারিখ হায়দ্রাবাদে স্বাগতিক ভারতের বিপক্ষে বাংলাদেশের একটি টেস্ট খেলার কথা থাকলেও ঐতিহাসিক এই ম্যাচটিকে সামনে রেখে এখনও ভেন্যু চূড়ান্ত হয়নি বলেও জানালেন পাপন, ‘ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের আগে একটা প্রস্তুতি ম্যাচ হবে। তবে ভেন্যু বিষয়ে এখনও আমাদের কাছে চূড়ান্ত কিছু বলেনি তারা। টেস্ট হবে এটা নিশ্চিত, তবে কোথায় হবে সেটা জানি না। হায়দ্রাবাদ না হয়ে অন্য কোথাও হলেও আমাদের সমস্যা নেই। ’
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ২৪ জানুযারি ২০১৭
এইচএল/এমআরপি