শুক্রবার (২৭ জানুয়ারি) সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে মুন্সীপাড়া যুব সংঘ ও শ্যামনগর ক্রিকেট একাডেমির মধ্যকার এই ম্যাচ অনুষ্ঠিত হয়।
টস জিতে শ্যামনগর ক্রিকেট একাডেমি মুন্সীপাড়া যুব সংঘকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়।
দলের পক্ষে শ্যামনগর ক্রিকেট একাডেমির টুটুল ৮ ওভারে ৪৮ রান দিয়ে ৫টি উইকেট লাভ করেন।
৩০১ রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে শ্যামনগর ক্রিকেট একাডেমি ৩১ ওভার ৫ বলে ১৬৫ রান করে অলআউট হয়ে যায়। এতে মুন্সীপাড়া যুব সংঘ ১৩৫ রানের জয় পায়।
শ্যামনগরের রাজিবুল ৪২ বলে সর্বোচ্চ ৫৭ রান সংগ্রহ করেন। প্রতিপক্ষ মুন্সীপাড়া যুব সংঘের তাপস ৮ ওভার বল করে ৪৪ রান দিয়ে ৩টি ও নিশিত ৩ ওভারে ৩০ রান দিয়ে ২টি উইকেট লাভ করেন।
ম্যাচ সেরা নির্বাচিত হন মুন্সীপাড়া যুব সংঘের হাসানুজ্জামান। উদ্বোধনী ম্যাচ পরিচালনা করেন আম্পায়ার শ্যাম্পু ও সফি। স্কোরার ছিলেন সঞ্জীব ব্যানার্জী।
এর আগে সকালে সাতক্ষীরার ঐতিহ্যবাহী চায়না বাংলা ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় আসরের খেলা উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।
টুর্নামেন্টের পরবর্তী ম্যাচে শনিবার একই মাঠে গণমুখী সংঘ ও সাতক্ষীরা ক্রিকেট একাডেমি অংশ নেবে।
বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, ২৭ জানুয়ারি ২০১৭
এমআরপি