ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রতিযোগিতায় অংশ নিতে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দল ভারতে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
প্রতিযোগিতায় অংশ নিতে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দল ভারতে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দল-ছবি:বাংলানিউজ

বেনাপোল (যশোর): ভারতে প্রতিবন্ধীদের জন্য আয়োজিত দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্ব কাপ ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণের উদ্দেশে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের (বিবিসিসি) ২১ সদস্যের একটি প্রতিনিধি দল ভারতে গেছে।

রোববার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের পরিচালক (প্রশাসন) সৈয়দ কামরুল ইসলামের নেতৃত্বে বেনাপোল চেকপোস্ট দিয়ে প্রতিনিধি দলের সদস্যরা পাসপোর্টের আনুষ্ঠানিকতা শেষ করে ভারতে প্রবেশ করেন।

বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দলের কোচ সনোয়ার আহম্মেদ বাংলানিউজকে জানান, ক্রিকেট অ্যাসোসিয়েশন ব্লাইন্ড ইন্ডিয়ার আমন্ত্রণে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।

২৮ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতের দিল্লিতে এ প্রতিযোগিতা চলবে। বাংলাদেশ দলের খেলা রয়েছে ৩০ জানুয়ারি। প্রতিযোগিতা শেষে ১৪ ফেব্রুয়ারি তারা দেশে ফিরবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, ২৯ জানুয়ারি ২০১৭
এজেডএইচ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।