ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

শচীনের থেকে অনুপ্রেরণা খুঁজে নাও: মোদি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
শচীনের থেকে অনুপ্রেরণা খুঁজে নাও: মোদি ছবি: সংগৃহীত

ক্রিকেটের মাস্টার-ব্লাস্টার খ্যাত ভারতীয় লিজেন্ড শচীন টেন্ডুলকারের জীবনী থেকেই শিক্ষার্থীদের অনুপ্রেরণা খুঁজে নেওয়ার কথা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বর্তমানে দুই দিনের ঝটিকা সফরে কলকাতায় অবস্থান করছেন শচীন।

আইডিবিআই ফেডেরাল লাইফ ইনসিওরেন্স আয়োজিত কলকাতা ফুল ম্যারাথনের ‘ফেস অফ দ্য ইভেন্ট’ হিসেবে কলকাতায় গিয়েছেন শচীন।

২৪ বছর আন্তর্জাতিক ক্রিকেটে দাপট দেখিয়ে খেলেছেন ভারতীয় ক্রিকেট ঈশ্বর শচীন।

দেশটির জীবন্ত এই ক্রিকেট কিংবদন্তি প্রসঙ্গে শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মোদি জানান, ‘শচীনের জীবনীকে তোমরা উদাহরণ হিসেবে নিতে পারো। সে ২০ বছরের উপরে তার ক্যারিয়ার সাজিয়েছে। দিনের পর দিন সে শুধু নিজের রেকর্ডই ভেঙেছে। নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেছে শচীন। ’

মোদি আরও যোগ করেন, ‘শচীনের লড়াইয়ের মূলমন্ত্র ছিল নিজেকে ছাড়িয়ে যাওয়া, নিজের সঙ্গে প্রতিযোগিতা করা। তাকে কখনোই অন্যদের সঙ্গে প্রতিযোগিতা করতে দেখিনি। ’

শিক্ষার্থীদের শচীনের জীবনী নিয়ে আরও ভালোভাবে অনুসন্ধান করতে বলেন মোদি, ‘তোমরা চাইলেই শচীনের জীবনী নিয়ে পড়তে পারো, তাকে আরও বেশি করে জানার চেষ্টা করো। শুধুমাত্র নম্বর পাওয়ার জন্য লেখাপড়া করা ঠিক হবে না। এটা শুধু তোমাদের শর্ট-লিস্টেই নাম এনে দেবে। নিজেদের সাথে লড়াই করো, নিজেদের ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করো। তোমাদের অবশ্যই নিজেকে নিজের সঙ্গে যাচাই করতে হবে। দেখবে আজকের থেকে আগামীকাল আরও এগিয়ে যাবে, নিজেকেও ছাড়িয়ে যাবে, ঠিক যেমনটি শচীন করেছে। ’

.শচীন ভারতের জার্সি গায়ে ২০০ টেস্টে করেছেন ১৫ হাজার ৯২১ রান, যেখানে তার ব্যাটিং গড় ৫৩.৭৮। সাদা পোশাকে তার ৩২৯ ইনিংস থেকে শতক এসেছে রেকর্ড ৫১টি আর অর্ধশতক ৬৮টি। এদিকে, ওয়ানডেতেও নিজেকে ছাড়িয়ে যান শচীন। ৪৬৩ ওয়ানডের ৪৫২ ইনিংসে ব্যাট হাতে নেমে ভারতীয় ব্যাটিং ঈশ্বর করেছেন ১৮ হাজার ৪২৬ রান। যেখানে ৪৪.৮৩ গড়ে রয়েছে রেকর্ড ৪৯টি সেঞ্চুরি আর ৯৬টি হাফ-সেঞ্চুরি।

প্রথম শ্রেণির ক্রিকেটে শচীনের রয়েছে ৮১টি শতক আর ১১৬টি অর্ধশতকে ২৫ হাজারেরও বেশি রান। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে ৫৫১ ম্যাচ থেকে শচীন করেছেন ৬০টি সেঞ্চুরি আর ১১৪টি হাফ-সেঞ্চুরি, যেখানে তার রান আছে ২১ হাজার ৯৯৯।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ২৯ জানুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।