ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

চায়না বাংলা ক্রিকেট টুর্নামেন্টে টাউন ক্লাবের জয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
চায়না বাংলা ক্রিকেট টুর্নামেন্টে টাউন ক্লাবের জয় চায়না বাংলা ক্রিকেট টুর্নামেন্টে টাউন ক্লাবের জয়-ছবি: বাংলানিউজ

সাতক্ষীরা: সাতক্ষীরায় জমে ওঠা চায়না বাংলা ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে ১৩৪ রানের জয় পেয়েছে টাউন স্পোর্টিং ক্লাব। রোববার (২৯ জানুয়া‌রি) সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে কলারোয়ার তুলশিডাঙ্গা ক্রিকেট ক্লাব ও টাউন স্পোর্টিং ক্লাবের মধ্যে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।

টাউন ক্লাব টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৫ বলে সবক'টি উইকেট হারিয়ে সংগ্রহ করে ২৯১ রান।

দলের পক্ষে সোহেল ৭৮, নির্জন ভদ্র ৫৪ ও টুটুল ৩১ রান করেন। তুলশিডাঙ্গা ক্রিকেট ক্লাবের বাপ্পি দলের পক্ষে ৫টি উইকেট লাভ করেন।
 
জবাবে ব্যাট করতে নেমে তুলশিডাঙ্গা ক্রিকেট ক্লাব, টাউন স্পোর্টিং ক্লাবের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪১ ওভার ৫ বলে ১৫৬ রান করে অলআউট হয়ে যান। দলের পক্ষে শুভ সর্বোচ্চ ৫৬ ও ইমরান ২৮ রান করেন।

এতে ১৩৪ রানের জয় পায় টাউন স্পোর্টিং ক্লাব। টাউন স্পোর্টিং ক্লাবের আতাউর রহমান মিন্টু ৩টি ও সোহেল ২টি উইকেট লাভ করেন।
 
টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে একই মাঠে সোমবার (৩০ জানুয়ারি) এরিয়ান্স ক্লাব ও দেবহাটার পারুলিয়া স্পোর্টিং ক্লাব অংশ নেবে।  

বাংলাদেশ সময়: ২২০৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।