ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তিন ফরমেটের দলপতির যোগ্য সরফরাজ: আফ্রিদি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
তিন ফরমেটের দলপতির যোগ্য সরফরাজ: আফ্রিদি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির মতে, পাকিস্তানের অধিনায়ক হিসেবে সরফরাজ আহমেদের তিন ফরমেটের দলপতির নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আছে। সরফরাজকে বর্তমান সময়ের লড়াকু ক্রিকেটার হিসেবে জানান আফ্রিদি।

করাচি বিশ্ববিদ্যালয় আয়োজিত এক অনুষ্ঠানে দেশের ক্রিকেট নিয়ে কথা বলতে গিয়ে আফ্রিদি এমন মন্তব্য করেন।

পাকিস্তানের সীমিত ওভারের দলপতি হিসেবে রয়েছেন সরফরাজ আহমেদ, আজহার আলী।

আর সাদা পোশাকের দলপতি হিসেবে দায়িত্ব পালন করেন মিসবাহ উল হক। টি-টোয়েন্টির দায়িত্ব পালন করেন সরফরাজ, ওয়ানডের অধিনায়ক আজহার আর টেস্টের দলপতির দায়িত্ব পালন করেন মিসবাহ।

আফ্রিদি এ প্রসঙ্গে জানান, ‘সরফরাজ দলের সব থেকে লড়াকু ক্রিকেটার। আর পাকিস্তানের বর্তমান ক্রিকেটে তার মতো লড়াকু ক্রিকেটারই দরকার। একমাত্র তারই দেশের হয়ে তিন ফরমেটে অধিনায়কত্ব করার যোগ্যতা আছে। ’

৩৬ বছর বয়সী আফ্রিদি আরও জানান, ‘দেশের জার্সি গায়ে যথেষ্ট ক্রিকেট খেলেছি। পাকিস্তানের হয়ে আমি এখনও খেলতে প্রস্তুত। আরও বেশি টি-টোয়েন্টি লিগে খেলতে চাই। ’

ক্রিকেটারদের ফিটনেসের ব্যাপারে বুমবুম আফ্রিদি যোগ করেন, ‘আপনি যখন ক্রিকেট খেলা চালিয়ে যাবেন তখন আপনাকে অবশ্যই নিজের ফিটনেসের দিকে খেয়াল রাখতে হবে। এটা আপনার ক্রিকেটের গুরুত্বপূর্ণ অংশ। ক্রিকেটারদের এই দিকটিতে অবশ্যই সজাগ দৃষ্টি রাখা উচিৎ। দেশের কিংবদন্তি ক্রিকেটার ইমরান খানের দিকে তাকিয়ে দেখুন। এই বয়সেও তিনি ফিটনেস ধরে রেখেছেন। ’

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ৩০ জানুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।