ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

দ্বিতীয় ওয়ানডেতে নেই গাপটিল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
দ্বিতীয় ওয়ানডেতে নেই গাপটিল মার্টিন গাপটিল-ছবি:সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান চ্যাপেল-হ্যাডলি ট্রফি’র দ্বিতীয় ওয়ানডে থেকে ছিটকে গেলেন নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিল। হ্যামিস্ট্রিংয়ে চোট পাওয়ায় নেপিয়ারে সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলতে পারছেন না তিনি।

গাপটিলের বদলি হিসেবে দলে নেওয়ায় হয়েছে ২০১৪ সালের পর জাতীয় দলে না খেলা ডিন ব্রাউনলিকে।

অকল্যান্ডে উত্তেজনাপূর্ণ প্রথম ওয়ানডেতে ইনজুরিতে পড়েন ডানহাতি ব্যাটসম্যান গাপটিল।

যেখানে কিউইরা ছয় রানে জয় পেয়েছিল। প্রথমে ব্যাট করা স্বাগতিকদের হয়ে ৬১ রান করেছিলেন তিনি। তবে পরবর্তীতে ফিল্ডিংয়ে নেমে চোট পান।

এ ব্যাপারে কিউই কোচ মাইক হেসন জানান, হ্যামিস্ট্রিংয়ের ইনজুরিতে গাপটিল দ্বিতীয় ওয়ানডেতে খেলবে না। তাকে মনিটরিংয়ের ওপর রাখা হবে। আর হ্যামিল্টনে সিরিজের শেষ ম্যাচের জন্য তার অপেক্ষা করা হবে।

কাল নেপিয়ারে সিরিজের দ্বিতীয় ম্যাচে লড়বে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। আর হ্যামিল্টনে রোববার তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, ৩১ জানুয়ারি, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।