ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ভারত সফরে মোস্তাফিজ বাদ; ফিরেছেন শফিউল ও লিটন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৭
 ভারত সফরে মোস্তাফিজ বাদ; ফিরেছেন শফিউল ও লিটন

ঢাকা: এ মাসের ৯ থেকে ১৩ তারিখ ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট সিরিজে বাংলাদেশ দল থেকে বাদ পড়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। ঐতিহাসিক এই সফরকে সামনে রেখে বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুরে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।

বিসিবির সংবাদ সম্মেলনে জানানো হয়, ইনজুরি পুরোপুরি কাটিয়ে উঠতে না পারায় মোস্তাফিজকে স্কোয়াডে রাখা সম্ভব হয়নি। এদিকে দলে ফিরেছেন লিটন দাস।

আর বাদ পড়েছেন পেসার রুবেল হোসেন ও উইকেট রক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান।

ভারত সফরে বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, শুভাশিষ রায়, তাইজুল ইসলাম, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, ইমরুল কায়েস ও মুমিনুল হক।    

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৭
এসআরএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।