ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৭
নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত ছবি: সংগৃহীত

বৃষ্টির কারণে নেপিয়ারে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় ওয়ানডেতে একটি বলও মাঠে গড়ায়নি। এমনকি এদিন টসও হয়নি। মাঠের দুই আম্পায়ার কুমার ধর্মসেনা ও ক্রিস ব্রাউন ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করেন।

এর ফলে তিন ম্যাচ সিরিজে ১-০তেই এগিয়ে রইল কিউইরা।

স্থানীয় সময় বেলা দুইটায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল।

তবে সকাল থেকেই ভারী বৃষ্টি শুরু হয়। বেশ কয়েকবার বৃষ্টি থামলে আম্পায়াররা মাঠ পর্যবেক্ষণ করেন। কিন্তু বৃষ্টি হানা দিলে পৌনে সাতটায় পরিত্যক্ত ঘোষণা হয় ম্যাচটি।

প্রথম ম্যাচে হেরে অস্ট্রেলিয়া সিরিজে পিছিয়ে রয়েছে। আর ম্যাকলিন পার্কে এদিন ম্যাচ পরিত্যক্ত হওয়ার ফলে অজিদের আর সিরিজ জেতা হচ্ছে না। তবে শেষ ম্যাচে জিতলে চ্যাপেল-হ্যাডলি ট্রফিটি ধরে রাখতে পারবে সফরকারীরা।

আগামী ৫ ফেব্রুয়ারি হ্যামিল্টনে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, ০২ ফেব্রুয়ারি, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।