ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বিশ্বসেরা স্পিনারের টিপস নেবেন মিরাজ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৭
বিশ্বসেরা স্পিনারের টিপস নেবেন মিরাজ মেহেদী হাসান মিরাজ/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

প্রথমবারের মতো ভারতের মাটিতে টেস্ট খেলতে গিয়েছে বাংলাদেশ। আগামী ০৯ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে টেস্ট অভিষেকের প্রায় ১৭ বছর পর সাদা পোশাকে স্বাগতিকদের বিপক্ষে খেলতে নামবে টাইগাররা। মূল লড়াইয়ে মাঠে নামার ফাঁকে ভারতের অন্যতম সেরা অফস্পিনার রবিচন্দন অশ্বিনের কাছ থেকে টিপস নিতে চান বাংলাদেশের উদীয়মান অফস্পিনার মেহেদী হাসান মিরাজ।

দেশ ছাড়ার আগে বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মিরাজ। এ সময় তিনি আইসিসির টেস্ট র্যাংকিংয়ের শীর্ষ বোলার অশ্বিনের কাছ থেকে পরামর্শ নেওয়ার কথা জানান।

গত বছর বাংলাদেশ সফরে এসেছিল ইংল্যান্ড। ইংলিশদের বিপক্ষে নিজের ক্যারিয়ারের প্রথম দুই টেস্টে নিয়েছিলেন ১৯ উইকেট। টাইগার এই স্পিনারের ভেলকিতে অভিজ্ঞ অশ্বিন মুগ্ধ হয়ে টুইট করেছিলেন, ‘মেহেদী হাসান নামের এই অফ স্পিনারটা দারুণ। ’

অশ্বিনের কাছ থেকে কি রকম টিপস নেবেন এমন প্রশ্নে মিরাজ জানান, ‘অশ্বিন বিশ্বমানের ক্রিকেটার। আমার লক্ষ্য থাকবে খেলা শেষে ওর সঙ্গে কথা বলে কিছু টিপস নেওয়ার। তিনি অভিজ্ঞ বোলার, তার কাছ থেকে টিপস নিতে পারলে তা আমার জন্য অনেক কাজে লাগবে। তার কাছ থেকে শেখার জন্য উন্মুখ হয়ে আছি। ’

বরাবরই স্পিন সহায়ক উইকেট তৈরি করে থাকে ভারত। অশ্বিন-মিশ্র-জাদেজাসহ দারুণ স্পিন আক্রমণ রয়েছে ভারতের। তবে, টাইগার স্পিনার মিরাজ নিজেদের পিছিয়ে রাখেননি, ‘আমার মনে হয় ভারতে স্পিনাররা সহায়তা পাবে। আমাদের দলেও অনেক ভালো অভিজ্ঞ স্পিনার আছে। তাইজুল ভাই আছেন, সাকিব ভাই আছেন। ওখানে আমাদের আরও ধারাবাহিক হতে হবে। ওদের অনেক ভালো ব্যাটসম্যান আছে, তবে আমরা যদি ভালো জায়গায় বল করতে পারি তাহলে ভালো কিছু করা সম্ভব। আর ভালো জায়গায় বল করলে উইকেট পাওয়াও সম্ভব। আশা করি, ভালো কিছুই হবে। ’

হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-ভারত একমাত্র টেস্ট।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ০২ ফেব্রুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।