হায়দ্রাবাদে আগামী ৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বহুল প্রতীক্ষিত টেস্ট ম্যাচটি মাঠে গড়াবে। রাজীব গান্ধী স্টেডিয়ামে খেলা শুরু বাংলাদেশ সময় সকাল ১০টায়।
ভারতের সবশেষ টেস্ট একাদশে ছিলেন মিশ্র। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সামনে রেখে দলের অন্যতম সদস্য ছিলেন। কিন্তু, হাঁটুতে চোট পাওয়ায় মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) টিমের সঙ্গে ট্রেনিং করতে পারেননি।
গত ১ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ (তৃতীয়) টি-টোয়েন্টিতে ফিল্ডিংয়ের সময় হাঁটুতে চোট পেয়েছিলেন মিশ্র। ভারতের মেডিকেল টিমের পরামর্শেই তাকে বিশ্রাম দেওয়া হচ্ছে।
বাংলাদেশের বিপক্ষে ড্র হওয়া দু’দিনের প্রস্তুতি ম্যাচে (৫ ও ৬ ফেব্রুয়ারি) খেলেছেন কুলদীপ। তার বোলিং ফিগার ১/৩২ ও ২/২। দ্বিতীয় ইনিংসে সফরকারীদের দু’টি উইকেটই লাভ করেন তিনি। ম্যাচের স্কোর: বাংলাদেশ ২২২/৮ ডিক্লে. ও ৭৩/২, ভারত ‘এ’ দল ৪৬১/৮ ডিক্লে.। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের আগে তিনদিনের প্রস্তুতি ম্যাচের (১৬ ফেব্রুয়ারি) স্কোয়াডেও রয়েছেন কুলদীপ।
প্রথম শ্রেণির ক্রিকেটে ২২ ম্যাচে ৮১টি উইকেট নেওয়া এ স্পিনার একাদশে সুযোগ পাবেন কিনা সেটিই এখন দেখার বিষয়! ভারতীয় টেস্ট স্কোয়াডে রয়েছেন তিনজন প্রথম পছন্দের স্পিনার: রবিচন্দ্রন অশ্বিন, রবিন্দ্র জাদেজা ও জয়ন্ত যাদব। দলের শেষ টেস্টে ইনজুরিতে ভোগা জয়ন্ত হরিয়ানার হয়ে ঘরোয়া টি-২০ প্রতিযোগিতা ও বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে তার ফিটনেস প্রমাণ করেছেন।
বাংলাদেশ স্কোয়াড: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, মমিনুল হক, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, তাসকিন আহমেদ, শুভাশিস রায়, শফিউল ইসলাম, লিটন কুমার দাস।
ভারত স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), মুরালি বিজয়, লোকেশ রাহুল, চেতশ্বর পুজারা, অজিঙ্কা রাহানে, করুণ নায়ার, হার্দিক পান্ডে, অভিনব মুকুন্দ, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, রবিন্দ্র জাদেজা, জয়ন্ত যাদব, উমেশ যাদব, ইশান্ত শর্মা, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব।
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ৭ ফেব্রুয়ারি, ২০১৭
এমআরএম