ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

মুশফিকের ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
মুশফিকের ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি ছবি:সংগৃহীত

ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নিলেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। হায়দ্রাবাদে দলকে সামনে থেকে নেতৃত্বে দিয়ে দুর্দান্ত এ কীর্তি গড়েন তিনি। ভারতের বিপক্ষে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি।

ম্যাচের তৃতীয় দিন সাকিব আল হাসানের সঙ্গে ১০৭ রানের জুটি গড়েন মুশফিক। তবে সাকিব ৮২ রানে ফিরে গেলেও নিজেকে উইকেটে অবিচল রাখেন তিনি।

দলের প্রয়োজনে ধীরে ব্যাট চালান। কখনও আক্রমণাত্মকও খেলেন।

চতুর্থ দিনের শুরুতে দারুণ খেলতে থাকা মেহেদি হাসান মিরাজ দ্রুতই ফিরে গেলে সেঞ্চুরি নিয়ে শঙ্কায় পড়েন মুশফিক। তবে পরবর্তীতে তাইজুল ইসলাম ও তাসকিনের সঙ্গে ছোট ছোট জুটি গড়ে তিন অঙ্কের ঘরে পৌঁছে যান।  

২০০৫ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে অভিষেক হয়েছিল মুশফিকের। আর এ টেস্ট নিয়ে তিনি ৫২তম ম্যাচ খেলছেন। যেখানে তার বর্তমান গড় ৩৫ এর কাছাকাছি। ২০১০ সালে এই ভারতের বিপক্ষেই ঘরের মাঠ চট্টগ্রামে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেছিলেন মুশফিক।

এর আগে তৃতীয় দিন টেস্ট ক্যারিয়ারে ৩হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন মুশফিক।

বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, ১২ ফেব্রুয়ারি, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।