ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

ওয়াসিম, শচীন, ওয়ার্নরা ছাড়া সেরা একাদশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
ওয়াসিম, শচীন, ওয়ার্নরা ছাড়া সেরা একাদশ ছবি: সংগৃহীত

সর্বকালের সেরা একাদশে নেই ওয়াসিম আকরাম, শচীন টেন্ডুলকার, স্যার ডন ব্রাডম্যান, শেন ওয়ার্নদের মতো ক্রিকেট লিজেন্ডরা। এমনই এক সেরা একাদশ সাজিয়েছেন ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়ক ইয়ন মরগান।

আইরিশ বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার মরগানের নির্বাচিত সর্বকালের সেরা একাদশে সর্বোচ্চ তিনজন রয়েছেন দক্ষিণ আফ্রিকার।

এছাড়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারতের দুইজন করে ক্রিকেটার জায়গা পেয়েছেন।

ওয়েস্ট ইন্ডিজ আর শ্রীলঙ্কা থেকে রয়েছেন একজন করে ক্রিকেটার। নেই কোনো পাকিস্তানি বা নিউজিল্যান্ডের তারকা।

মরগানের সাজানো সেরা একাদশে দলপতির দায়িত্ব পেয়েছেন ইংলিশদের সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুক। উইকেটরক্ষক হিসেবে রয়েছেন ভারতের মহেন্দ্র সিং ধোনি। এই একাদশে সাত ব্যাটসম্যানের পাশাপাশি রয়েছে চার বোলার। ওপেনার হিসেবে মরগান বেছে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস আর কুককে।

মরগানের সেরা একাদশ:
অ্যালিস্টার কুক (অধিনায়ক), জ্যাক ক্যালিস, রিকি পন্টিং, ব্রায়ান লারা, এবি ডি ভিলিয়ার্স, কুমার সাঙ্গাকারা, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), অনিল কুম্বলে, জেমস অ্যান্ডারসন, ডেল স্টেইন, মিচেল জনসন।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ২৬ ফেব্রুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।