রোববার (২৬ ফেব্রুয়ারি) সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে সফটরক গ্রুপের পৃষ্ঠপোষকতা ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় গণমুখী সংঘ ও রসুলপুর ক্রীড়া সংস্থার মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হয়।
এতে গণমুখী সংঘ টসে জিতে রসুলপুর ক্রীড়া সংস্থাকে ব্যাট করার আমন্ত্রণ জানায়।
জবাবে গণমুখী সংঘ ব্যাট করতে নেমে ১৭.৩ ওভারে এক উইকেট হারিয়ে ১৪৩ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছায়। দলের পক্ষে জাবিদ অপরাজিত ৫৪, রনি ৪৮ ও আশিক অপরাজিত ৪০ রান করেন।
ম্যাচ পরিচালনা করেন লুৎফর রহমান সৈকত ও সামিউল মনির। স্কোরার ছিলেন মুফাচ্ছিনুল ইসলাম তপু।
এর আগে সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রথম প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ক্রীড়া সংস্থার সহ-সভাপতি কবির উদ্দিন আহমেদ, ক্রিকেট সম্পাদক শেখ আব্দুল কাদের, তৈয়ব হাসান বাবু, আ.ম আখতারুজ্জামান মুকুল, ইদ্রিস আলী, মীর তাজুল ইসলাম রিপন, মির্জা মনিরুজ্জামান কাকন, জয়নুল আবেদীন জসি, হায়দার আলী তোতা, কাজী কামরুজ্জামান, ফারহা দীবা খান সাথী, স.ম সেলিম রেজা, খন্দকার আরিফ হাসান প্রিন্স, আলাতাফ হোসেন, হাফিজুর রহমান খান বিটু, ডেভিড চৌধুরী প্রমুখ।
লিগের পরবর্তী খেলায় ২৭ ফেব্রুয়ারি একই মাঠে মুন্সীপাড়া যুব সংঘ ও পি.কে ইউনিয়ন ক্লাব মুখোমুখি হবে।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ২৬ ফেব্রুয়ারি ২০১৭
এমআরপি