ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

টেন্ডুলকারের নামে স্মার্টফোন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
টেন্ডুলকারের নামে স্মার্টফোন ছবি: সংগৃহীত

নিজে অনেকবারই পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন, এবার তার নামেই বাজারে আসছে মোবাইল ফোন। ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি ভারতীয় মাস্টার-ব্লাস্টার শচীন টেন্ডুলকারের নামে স্মার্টফোন আসছে ভারতীয় বাজারে।

খুব শিগগিরই ভারতের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ‘স্মার্টরন’ এই ফোন বাজারে আনছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে জানানো হয়।

শচীন টেন্ডুলকার ব্র্যান্ডের মোবাইল ফোন আগামী এপ্রিলেই বাজারে আসছে বলে খবরে জানানো হয়।

এটাই হবে মোবাইল ফোনের জগতে শচীন টেন্ডুলকারকে নিয়ে প্রথম স্মার্টফোন ব্র্যান্ড।

.নতুন ডিভাইসের ‘রিমো এসআরটি’ প্রকল্পের আওতায় এই স্মার্টফোন তৈরি করছে স্মার্টরন। ব্যাক ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের নতুন ডিভাইস সম্পন্ন এই মোবাইলে থাকছে শচীনের স্বাক্ষর। সম্প্রতি নতুন এই পণ্যের জন্য মুম্বাইয়ের একটি স্টুডিওতে শুটিংয়ে অংশ নেন শচীন।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, ২৬ ফেব্রুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।