প্রথমে ব্যাট করা আফগান নির্ধারিত ওভার শেষে নয় উইকেট হারিয়ে ২৫৩ রান করে। তবে ইনিংসের মাঝে বৃষ্টি আঘাত হানে।
হারারে স্পোর্টস ক্লাবে জয়ের লক্ষ্যে খেলতে নেমে খেই হারিয়ে ফেলে জিম্বাবুয়ে। রায়ান বুর্ল ও অধিনায়ক গ্রায়েম ক্রেমার ছাড়া অন্যরা দুই অঙ্কের ঘরেই যেতে পারেনি। সর্বোচ্চ ১৪ রান করেন ক্রেমার। তিনটি করে উইকেট তুলে নেন আমির হামজা ও মোহাম্মদ নবী। রশিদ খান তুটি উইকেট পান।
এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নুর আলী জাদরান, রহমত শাহ ও নবী ব্যাটে ভর করে চ্যলেঞ্জিং স্কোর করেন সফরকারীরা। রহমত শাহ করেন সর্বোচ্চ ৫০ রান। ওপেনার জাদরানের ব্যাট থেকে আসে ৪৬ রান। আর ৪৮ রান করেন নবী।
জিম্বাবুয়ের হয়ে তিন উইকেট নেন ক্রিস এমপোফু।
আফগান ইনিংসে হাফসেঞ্চুরি করা রহমত ম্যাচ সেরার পুরস্কার পান।
বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, ২৭ ফেব্রুয়ারি, ২০১৭
এমএমএস