ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

শততম টেস্টকে স্মরণীয় করে রাখতে চান মিরাজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
শততম টেস্টকে স্মরণীয় করে রাখতে চান মিরাজ শততম টেস্টকে স্মরণীয় করে রাখতে চান মিরাজ

আগামী ১৫ থেকে ১৯ মার্চ কলম্বোর পি সারা ওভালে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের শততম টেস্ট ম্যাচটি খেলবে সফরকারী বাংলাদেশ। নিজের সেরা পারফরমেন্সের মাধ্যমে দলকে দারুণ কিছু উপহার দিয়ে মাইলফলক স্পর্শকারী এই ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে চাইছেন টাইগার অফস্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ছাড়ার আগে মিরাজ জানান, ‘চেষ্টা করবো ম্যাচটি স্মরণীয় করে রাখতে। শততম ম্যাচটি খেলার সৌভাগ্য হলে ভালো খেলতে চেষ্টা করবো।

এসময় দল হিসবে শ্রীলঙ্কাকে অভিজ্ঞ উল্লেখ করে তিনি বলেন, ‘ওরা অনেক অভিজ্ঞ দল। রঙ্গনা হেরাথসহ আরো বেশ কিছু অভিজ্ঞ প্লেয়ার ওদের দলে আছে। ওদের মাটিতে খেলা, তাই সব দিক থেকেই ওরা এগিয়ে থাকবে। ’

অভিজ্ঞতা ও হোম কন্ডিশনের সুবিধা নিয়ে দল হিসেবে শ্রীলঙ্কা এগিয়ে থাকবে একথা বললেও নিজেদের শক্তির কথাটি কিন্তু ভুলে যাননি এই টাইগার অলরাউন্ডার, ‘আমাদের দলেও বিশ্বমানের প্লেয়ার আছে। বিশেষ করে সিনিয়ররা অসাধারণ খেলছে। জুনিয়ররাও দলের জন্য অবদান রাখছে। ’

শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজে ব্যাট ও বল দুই বিভাগেই নিজেকে সেরা প্রমাণ করতে চাইছেন মিরাজ। স্বাগতিকদের বিপক্ষে নিজের ব্যক্তিগত পারফরমেন্সের কথা উল্লেখ করে তিনি জানান, ‘চেষ্টা থাকবে নিজের সর্বোচ্চটা দেয়ার। আমার পারফর্মে দল জিতলে সেটা অনেক ভালো লাগার হবে। সেটাই চেষ্টা করবো। ’

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ২৭ ফেব্রুয়ারি ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।