ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

সাকিবদের চূড়ান্ত স্কোয়াড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
সাকিবদের চূড়ান্ত স্কোয়াড ছবি: সংগৃহীত

আগামী ৫ এপ্রিল থেকে মাঠে গড়াবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দশম আসর। আইপিএলের দশম আসরের নিলামে দল গোছানো শেষ। বলিউড বাদশা শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে আবারো মাঠ মাতাবেন সাকিব আল হাসান।

এর আগে বেঙ্গালুরুতে গত ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে নিলাম। সেখানে ৯ জন খেলোয়াড় কিনেছে কলকাতা।

বিদেশি ৫ ক্রিকেটার ছাড়াও ভারতীয় ৪ ক্রিকেটারকে দলে টেনেছে কলকাতা।

নতুন ৯ ক্রিকেটারকে কিনতে ১৪.৩৫ কোটি ভারতীয় রুপি খরচ করতে হয়েছে শাহরুখ খানের দলকে।

সাকিবের সতীর্থ হিসেবে এবার খেলবেন নিউজিল্যান্ডের তারকা পেসার ট্রেন্ট বোল্ট। গতবারের আসরে মোস্তাফিজের সতীর্থ ছিলেন তিনি। এই কিউই পেসারকে ৫ কোটি ভারতীয় রুপিতে দলে টেনেছে কেকেআর।

সাকিবের সতীর্থ হিসেবে নতুন থাকছেন:
ট্রেন্ট বোল্ট-পেসার-৫ কোটি ভারতীয় রুপি
ক্রিস ওকস-অলরাউন্ডার-৪.২ কোটি ভারতীয় রুপি
কোল্টার নাইল-বোলার-৩.৫০ কোটি ভারতীয় রুপি
রিশি ধাওয়ান-অলরাউন্ডার-৫৫ লাখ ভারতীয় রুপি
ড্যারেন ব্রাভো-ব্যাটসম্যান-৫০ লাখ ভারতীয় রুপি
রভম্যান পাওয়েল-অলরাউন্ডার-৩০ লাখ ভারতীয় রুপি
সায়ান ঘোষ-বোলার-১০ লাখ ভারতীয় রুপি
সঞ্জয় যাদভ-অলরাউন্ডার-১০ লাখ ভারতীয় রুপি
ইষাঙ্ক জাগ্গি-ব্যাটসম্যান-১০ লাখ ভারতীয় রুপি

কলকাতা নাইট রাইডার্সের চূড়ান্ত স্কোয়াড: গৌতম গম্ভীর (অধিনায়ক), সাকিব আল হাসান, সুনীল নারাইন, ইউসুফ পাঠান, রবীন উথাপ্পা, সুর্যকুমার যাদব, রিশি ধাওয়ান, আন্দ্রে রাসেল, কুলদ্বীপ যাদব, উমেশ যাদব, ড্যারেন ব্রাভো, অঙ্কিত রাজপুত, ট্রেন্ট বোল্ট, মনিশ পান্ডে, পীযুষ চাওলা, ক্রিস লিন, শ্যাল্ডন জ্যাকশন, ক্রিস ওকস, নাথন কোল্টার নাইল, রভম্যান পাওয়েল, সঞ্জয় যাদব, ইষাঙ্ক জাগ্গি ও সায়ান ঘোষ।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ২৭ ফেব্রুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।