ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

জ্যাক বল আউট, টম কুরান ইন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
জ্যাক বল আউট, টম কুরান ইন ছবি: সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে দলে জায়গা পেয়েছেন ২১ বছর বয়সী ইংলিশ পেসার টম কুরান। ইনজুরিতে জ্যাক বল ছিটকে যাওয়ায় কুরানকে দলে ডাকা হয়।

এর আগে হাতের ফ্র্যাকচার থেকে প্রত্যাশার চেয়ে দ্রুত সেরে ওঠায় ওয়েস্ট ইন্ডিজ সফরে ইংল্যান্ড দলে ফিরছেন অ্যালেক্স হেলস।

হাঁটুর ইনজুরিতে ছিটকে গেছেন ২৫ বছর বয়সী নটিংহ্যাম্পশায়ারের বোলার জ্যাক বল।

তার স্থলাভিষিক্ত হচ্ছেন অভিষেকের অপেক্ষায় থাকা টম কুরান। এখন পর্যন্ত ৪২টি প্রথমশ্রেণির ম্যাচ খেলে ৭১ ইনিংসে কুরান তুলে নিয়েছেন ১৪৭ উইকেট। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে তার ৩৬ ম্যাচে উইকেট সংখ্যা ৫৮টি। আর ৩৫ টি-টোয়েন্টি ম্যাচে কুরান দখল করেছেন ৩৪ উইকেট।

অ্যান্টিগায় আগামী শুক্রবার (৩ মার্চ) প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল। খেলা শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। বাকি দু’টি ম্যাচ মাঠে গড়াবে ৫ ও ৯ মার্চ।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, ২৮ ফেব্রুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।