স্কোর: সেন্ট্রাল জোন - ১৮১ ও ২৭১ (৭৬ ওভার)
নর্থ জোন - ৫৩৭
ম্যাচের ফলাফল অনুমিতই ছিল। তৃতীয় দিনেই জয়ের দ্বারপ্রান্তে চলে যায় জহুরুল ইসলামের দল।
একাই চারটি উইকেট লাভ করেন আলাউদ্দিন বাবু। প্রথম ইনিংসের পাঁচ উইকেটশিকারী স্পিনার সাঞ্জামুল ইসলাম নেন তিনটি। একটি করে নেন ফরহাদ রেজা, নাঈম ইসলাম ও ইয়াসিন আরাফাত।
এর আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সাঞ্জামুল-ফরহাদদের দুর্দান্ত বোলিংয়ে ১৮১ রানেই গুটিয়ে যায় সেন্ট্রালের প্রথম ইনিংস। জবাবে নাঈম ইসলাম (১৪২), নাজমুল হোসেন শান্ত (১২৩) ও ধীমান ঘোষের (১১৩) তিন সেঞ্চুরিতে রানের পাহাড় গড়ে নর্থ জোন। অলআউট হওয়ার আগে স্কোরবোর্ডে তারা ৫৩৭ রান তোলে। লিড ৩৫৬। এটিই ম্যাচের পার্থক্য গড়ে দেয়।
দ্বিতীয় রাউন্ডে দু’দলের প্রথম সাক্ষাতেও অসহায় আত্মসমর্পণ করেছিল সেন্ট্রাল জোন। ইনিংস ও ৫০ রানের উড়ন্ত জয় তুলে নেয় নর্থ জোন।
বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, ১ মার্চ, ২০১৭
এমআরএম