ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

চট্টগ্রামে রাজ্জাক ও কাপালিদের ম্যাচ ড্র

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, মার্চ ১, ২০১৭
চট্টগ্রামে রাজ্জাক ও কাপালিদের ম্যাচ ড্র ছবি:সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)’র পঞ্ম রাউন্ডে পূর্ব ও দক্ষিণাঞ্চলের মধ্যকার ম্যাচটি ড্র হয়েছে। প্রথম ইনিংসে ২৯৬ রান করা দক্ষিণ অঞ্চল দ্বিতীয় ইনিংসে সংগ্রহ করেছে ৫ উইকেটে ১৯৮ রান।

এদিকে নিজেদের প্রথম ইনিংসে পূর্বাঞ্চলের সংগ্রহ ছিল ৭ উইকেটে ৫২৩ রান।  

এর আগে বুধবার (১ মার্চ) চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পূর্বাঞ্চলের চাইতে ১৯৮ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিনের খেলা শুরু করেন দক্ষিণাঞ্চলের তৃতীয় দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান এনামুল হক বিজয় ও ফজলে মাহমুদ।

তবে এদিন নিজেদের ইনিংসকে খুব বেশি দূর নিয়ে যেতে পারেননি এই দুই দক্ষিণাঞ্চল ওপেনার। আগের দিনের সঙ্গে ১২ রান যোগ করে ব্যক্তিগত ৩৫ রানে নাইম হাসানের বলে ইয়াসির আলীর হাতে ক্যাচ দিয়ে ফেরেন বিজয়। আর ফজলে মাহমুদ ফেরেন আগের দিনের সঙ্গে ৩২ রান যোগ করে, অলক কাপালির বলে রাহাতুল ফেরদৌসের তালুবন্দি হয়ে ব্যক্তিগত ৩৬ রানে।

দলের হয়ে ব্যক্তিগত ৩৬ রানের ইনিংস খেলেছেন শাহরিয়ার নাফিস।

পূর্বাঞ্চলের দ্বিতীয় ইনিংসে বল হাতে নাইম হাসান ২টি, মোহাম্মদ সাইফুদ্দিন, রাহাতুল ফেরদৌস ও কাপালি নিয়েছেন ১টি করে উইকেট।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, ১ মার্চ ২০১৭
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।