ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

সিপিএল নিলামে তামিম-তাসকিনরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১২ ঘণ্টা, মার্চ ২, ২০১৭
সিপিএল নিলামে তামিম-তাসকিনরা বাঁ থেকে তামিম, তাসকিন, রিয়াদ ও বিজয়-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) নিলামে উঠতে যাচ্ছেন চার বাংলাদেশি তারকা। বর্তমান চ্যাম্পিয়ন জ্যামাইকা তালওয়াস ধরে রেখেছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। আর এবারের নিলামে উঠছেন তামিম ইকবাল, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ ও এনামুল হক বিজয়।

ওপেনার তামিম ‍অবশ্য এর আগে সেন্ট লুসিয়া জুকসের হয়ে সিপিএল মাতিয়েছেন। এবারের নিলামে মোট ২৫৮জন ক্রিকেটার থাকছেন।

আগামী ১০ মার্চ অনুষ্ঠিত হবে নিলাম। ১ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত আসরটি অনুষ্ঠিত হবে।

খেলোয়াড় নিলামে আরও রাখা হয়েছে এবারের আইপিএলে চমক সৃষ্টি করা ইংল্যান্ডের ফাস্ট বোলার তাইমাল মিলসকে। এছাড়া আছেন আফগানিস্তানের রশিদ খান ও মোহাম্মদ নবী।  

নিলামের ড্রাফ্টে থাকা ২৫৮জন খেলোয়াড়ের মধ্যে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা থেকে রাখা হয়েছে বেশ কয়েকজন তারকাকে।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, ০২ মার্চ, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।