২০০৩-০৪ মৌসুমে হয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টের মধ্যদিয়ে অভিষেক হয় স্মিথের। তবে সাদা পোশাকে অভিষেকেই সেঞ্চুরি করলেও ক্যারিয়ার দীর্ঘ করতে পারেননি তিনি।
১০৫টি ওয়ানডে খেলা স্মিথ আটটি হাফসেঞ্চুরিতে ১ হাজার ৬৮৩ রান করেছেন। জাতীয় দলের হয়ে খেলেছেন ২০০৭ ও ২০১৫ বিশ্বকাপ নেপিয়ারে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শেষ ম্যাচ খেলেন তিনি।
ক্যারিয়ারে টি-টোয়েন্টিতে সফলতা পেয়েছেন স্মিথ। দেশের হয়ে ২০০৭, ২০১২ ও ২০১৪ বিশ্বকাপে ছিলেন। মোট ৩৩টি টি-২০তে ১২২.৭৮ স্ট্রাইক রেটে করেছেন ৫৮২ রান। দলের ২০১২ বিশ্বকাপ জয়ে খেলেছেন একটি ম্যাচ।
ব্যাটিংয়ের পাশাপাশি মিডিয়াম পেস করা স্মিথ জাতীয় দলের হয়ে কম খেললেও বিশ্বব্যাপী টি-২০’র ফ্র্যাঞ্চাইজিগুলোতে ছিলেন বেশ সফল। আইপিএল, সিপিএল, বিপিএল, পিএসল ও ইংল্যান্ডের ন্যাটওয়েস্ট ব্ল্যাস্টে নিয়মিতই খেলেছেন।
বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, ০২ মার্চ, ২০১৭
এমএমএস