কিন্তু খবর হলো, পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে সরাসরি কোনো নিরাপত্তা পর্যবেক্ষক দল পাঠাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যদিও কেউ যান তাহলে তিনি আইসিসি’র ডেলিগেটস হিসবে দেশটিতে যাবেন।
আন্তর্জাতিক কোন ম্যাচ আয়োজনের মতো পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা দেশটিতে আছে কি না সেই বিষয়টি দেখতেই আগামী ৫ মার্চ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)’র ফাইনালে সমবেত হবেন আইসিসি’র টেস্ট খেলুড়ে দেশের প্রতিনিধিরা, যেখানে বাংলাদেশ থেকেও একজনের উপস্থিত থাকার কথা রয়েছে।
বৃহস্পতিবার (২ মার্চ) বিষয়টি গণমাধ্যমকে অবহিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন, ‘বাংলাদেশ ক্রিকেটের কোন নিরাপত্তা দলই পাকিস্তানে যাবে না। পিএসএল’র ফাইনাল ম্যাচ পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। তারই ধারাবাহিকতায় পিসিবি তাদের দেশে খেলার জন্য বিভিন্ন দেশকে আমন্ত্রণ জানিয়েছে। ’
‘পিএসএল ফাইনাল ম্যাচের নিরাপত্তা ব্যবস্থাগুলো আইসিসির পূর্ণ সদস্যের দেশগুলোকে তারা দেখাতে চাচ্ছে যে নিরাপত্তার বিষয়টি তারা কিভাবে আয়োজন করছে। তারই প্রেক্ষিতে আইসিসি আমাদের জানিয়েছে যে আমরা যদি কোন প্রতিনিধি পাঠাতে চাই সেক্ষেত্রে আইসিসি এর ব্যবস্থা করবে। এর উপর ভিত্তি করে আমাদের একজন প্রতিনিধি ওই আইসিসির ডেলিগেটসদের সঙ্গে থাকবেন। ’
উল্লেখ্য, সিরিজ খেলতে ২০০৯ সালে পাকিস্তানে সফররত শ্রীলঙ্কান টিম বাসে সন্ত্রাসী হামলার পর থেকে আজ অব্দি দেশটিতে বড় কোনো আন্তর্জাতিক ক্রিকেটের আয়োজন করতে পারেনি পিসিবি।
পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতে আগামী নভেম্বর-ডিসেম্বর বাংলাদেশের সিরিজ খেলার সম্ভাবনা আছে কি না? এমন প্রশ্নের জবাবে সুজন বলেন, ‘আমাদের বর্তমান ঘরোয়া ক্রিকেটের যে ক্যালেন্ডার আছে সে অনুযায়ী ওই সময়ে আমাদের বিপিএল আয়োজনের ব্যাপারে সিদ্ধান্ত চলছে। ’
সব শেষে সুজনের কাছে জানতে চাওয়া হয় টাইগারদের ফিজিও ডিন কনওয়ের বিদায় প্রসঙ্গে। দেশের কয়েকটি গণমাধ্যমে ইতোমধ্যেই খবর হয়েছে যে, বেতন নিয়ে ঝামেলা থাকায় তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বিসিবি।
তবে এ বিষয়ে সরাসরি কিছুই বলতে রাজি হননি সিইও সুজন, ‘ডিন কনওয়ের বিষয়টি প্রক্রিয়ার মধ্যে আছে। যেহেতু উনি জাতীয় দলের সাথে শ্রীলঙ্কা যাননি এ ব্যাপারে আমাদের সিদ্ধান্ত পরে জানাবো। ’
গত বছরের নভেম্বরে টাইগারদের ফিজিও হিসেবে ইংলিশ ডিন কনওয়েকে নিয়োগ দেয়া হয়। এ বছরের শুরুতে নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতি ক্যাম্পে দলের সঙ্গে যোগ দিয়েছিলেন তিনি। বিসিবির সাথে তার চুক্তির মেয়াদ ছিল ২০১৯ সাল পর্যন্ত।
বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, ২ মার্চ, ২০১৭
এইচএল/এমআরএম