ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

‘কোহলি ফিরে আসবেই’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, মার্চ ২, ২০১৭
‘কোহলি ফিরে আসবেই’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে ব্যাটসম্যান কোহলি ব্যর্থ, ব্যর্থ কি তাহলে অধিনায়ক হিসেবেও-এমন প্রশ্ন তুলেছেন ভারতের সাবেক কিংবদন্তি দলপতি সৌরভ গাঙ্গুলি। সুপারস্টার ব্যাটসম্যান কোহলির পাশে দাঁড়িয়েছেন গাঙ্গুলি।

 

প্রথম টেস্টের প্রথম ইনিংসে কোহলির ব্যাট থেকে কোনো রান আসেনি। আর দ্বিতীয় ইনিংসে তিনি করেন মাত্র ১৩ রান।

কোহলির দল হারে ৩৩৩ রানের ব্যবধানে।

১৯ ম্যাচ পর হেরেছে কোহলির নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার কাছে একটা টেস্ট হারতে না হারতেই কোহলির সমালোচনায় মেতে উঠেছে ক্রিকেট বিশ্ব। আর তাতেই নাখোশ গাঙ্গুলি। ভারতীয় সাবেক এই অধিনায়ক জানান, ‘কোহলিও মানুষ। তাকেও একদিন ব্যর্থ হতে হতো। পুনেতে সে দুই ইনিংসেই ব্যর্থ হয়েছে। আমার মনে হয় প্রথম ইনিংসে অফ স্টাম্পের বাইরের বল চ্যালেঞ্জ করতে গিয়েই সে উইকেট বিলিয়েছে। কিন্তু অস্ট্রেলিয়ানরা তাকে ওখানেই খেলাতে চেয়েছিল। ’

উত্তরসূরি কোহলির পাশে দাঁড়ানো গাঙ্গুলি আরও যোগ করেন, ‘আমার বিশ্বাস কোহলি ফিরে আসবেই। অস্ট্রেলিয়ার বিপক্ষে এর আগে সে সিরিজের চারটি টেস্ট ম্যাচে সেঞ্চুরি করেছে। শচীন টেন্ডুলকারকেও এটা করতে দেখিনি আমি। আমি জানি কোহলি জাত খেলোয়াড়। ’

গত তিন সিরিজে ৪টি ডাবল সেঞ্চুরি করা কোহলিকে ম্যাচ হারার জন্য সব দায় নিতে হবে কেন? এমন প্রশ্নও তুলেছেন গাঙ্গুলি। তিনি জানান, ‘কোহলির নেতৃত্বগুণ দুর্দান্ত। ক্রিকেটার হিসেবে সে সৎ। একজন ব্যাটসম্যান প্রতি ম্যাচেই রান করবে এটা তো হতে পারে না। তার ওপর আমার পূর্ণ আস্থা আছে। দলকে নিয়েই সে ঘুড়ে দাঁড়াবে। যতই চাপ থাক, ভারতের ফিরে আসার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী। ’

ছবি: সংগৃহীতক্রিকেটের বর্তমান সময়ের সেরা ব্যাটসম্যান কোহলি। ভারতীয় দলের তিন ফরমেটের অধিনায়ক কোহলির আক্রমনাত্মক নেতৃত্বেরও প্রশংসা করেছে বিশ্ব ক্রিকেট। তবে, মাত্র এক ম্যাচে হেরে যাওয়ায় কোহলির সমালোচনাকে বাজে সিদ্ধান্ত বলে মনে করেন গাঙ্গুলি।

কোহলি ভারতের হয়ে খেলেছেন ৫৫ টেস্ট, ১৭৯ ওয়ানডে আর ৪৮ টি-টোয়েন্টি ম্যাচ। ৫০.৭২ গড়ে প্রায় সাড়ে চার হাজার টেস্ট রানের পাশাপাশি তার রয়েছে ১৬টি সেঞ্চুরি আর ১৪টি হাফ-সেঞ্চুরি। ৫৩.১১ গড়ে ৭ হাজার ৭৫৫ রান করা কোহলি ওয়ানডেতে ২৭টি সেঞ্চুরির পাশাপাশি খেলেছেন ৩৯টি হাফ-সেঞ্চুরির ইনিংস। দেশের জার্সি গায়ে ১৬টি টি-টোয়েন্টি হাফ-সেঞ্চুরিও হাঁকিয়েছেন কোহলি।

এছাড়া, প্রথমশ্রেণির ক্রিকেটে ২৩টি শতক, লিস্ট ‘এ’ ক্যারিয়ারে রয়েছে ৩১টি সেঞ্চুরি আর ২০৯টি টি-টোয়েন্টি ক্রিকেট ক্যারিয়ারে তার ঝুলিতে চারটি তিন অঙ্কের ইনিংস রয়েছে।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, ০২ মার্চ ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।