আগামীকাল (শনিবার, ০৪ মার্চ) থেকে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
গত টেস্টে পুনেতে লজ্জাজনক হার বরণ করে টিম ইন্ডিয়া। দুই ইনিংসে স্বাগতিকরা মাত্র ২১২ রান তুলতে সক্ষম হয়। প্রথম ইনিংসে শক্তিশালী ভারত গুটিয়ে যায় মাত্র ১০৫ রানে। আর দ্বিতীয় ইনিংসে কোহলি বাহিনী উড়ে যায় মাত্র ১০৭ রানের মাথায়।
অজি স্পিনার স্টিভ ও’কিফ দুই ইনিংস মিলিয়ে ৭০ রান খরচায় তুলে নেন ১২ উইকেট। প্রথম ইনিংসে ৩৫ রান দেওয়ার পর কাকতালীয়ভাবে দ্বিতীয় ইনিংসেও দেন ৩৫ রান। দুই ইনিংসের প্রতিটিতে তুলে নেন ৬টি করে উইকেট।
পুনের উইকেট নিয়ে সমালোচনা হওয়ায় এবারের উইকেট নিয়েও যথেষ্ট আগ্রহ ক্রিকেট বিশ্বের। তবে, বেঙ্গালুরুর উইকেট স্পোর্টিং হিসেবে ধরা দেবে বলে জানিয়েছে কিউরেটর।
আগামী ১৬ মার্চ রাঁচিতে তৃতীয় ম্যাচে মাঠে নামবে দুই দল। আর চতুর্থ ও শেষ টেস্টটি ধর্মশালায় অনুষ্ঠিত হবে আগামী ২৫ মার্চ।
অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, ম্যাথু রেশন, স্টিভ স্মিথ (অধিনায়ক), শন মার্শ, পিটার হ্যান্ডসকম্ব, মিচেল মার্শ, ম্যাথু ওয়েড, মিশেল স্টার্চ, স্টিভ ও’কিফ, নাথান লিয়ন, জোস হ্যাজেলউড।
বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, ০৩ মার্চ ২০১৭
এমআরপি