এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ইনিংসের তৃতীয় ওভারে মুকুন্দকে এলবিডব্লু করে অজিদের দিনের প্রথম ব্রেকথ্রু এনে দেন পেসার মিচেল স্টার্ক। এ রিপোর্ট লেখা অবধি ভারতের সংগ্রহ ১৬ ওভার শেষে এক উইকেটে ৩৮।
ভারতের টানা ১৯ টেস্টে (ঘরের মাঠে টানা ২০) অপরাজেয় থাকার দৌড় থামায় অস্ট্রেলিয়া। চার ম্যাচ সিরিজের শুরুতেই বড় এক ধাক্কাই খায় বিরাট কোহলির দল। নিজেদের পাতানো ফাঁদেই আটকা পড়ে স্বাগতিকরা! স্পিনবান্ধব উইকেটে তিন দিনেই ম্যাচের নিষ্পত্তি ঘটে।
ভারতের মাটিতে টানা সাত টেস্টে হারের পর ৩৩৩ রানের উড়ন্ত জয়ে বাঁধভাঙা উল্লাসে মাতে অজিরা। বাঁহাতি স্পিন ঘূর্ণিতে একাই ১২টি উইকেট নিয়ে ভারতের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন ম্যাচ সেরা স্টিভ ও’কিফ। দুই ইনিংস মিলিয়ে টিম ইন্ডিয়ার সংগ্রহ ২১২ (১০৫ ও ১০৭)।
বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, ৪ মার্চ, ২০১৭
এমআরএম
আরও পড়ুন...ইতিহাস ভারতের বিপক্ষে