ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাজঘরে ভারতের পঞ্চম ব্যাটসম্যান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪২ ঘণ্টা, মার্চ ৪, ২০১৭
সাজঘরে ভারতের পঞ্চম ব্যাটসম্যান ছবি: সংগৃহীত

পুনে টেস্টের দুঃস্বপ্ন ভুলে ভারতের সামনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। কিন্তু, প্রথম দিন অস্বস্তি নিয়ে কাটছে স্বাগতিক টিম ইন্ডিয়ার। দ্বিতীয় সেশনের আগে সাজঘরে ফিরেছেন টপঅর্ডারের পাঁচ তারকা ব্যাটসম্যান।

এ রিপোর্ট লেখা অবধি ভারত দ্বিতীয় সেশন শেষে ৫৯ ওভারে ৫ উইকেট হারিয়ে তুলেছে ১৬৮ রান। উইকেটে আছেন ওপেনার লোকেশ রাহুল (৭৯) এবং রবীচন্দ্রন অশ্বিন (৫)।

এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় দলপতি বিরাট কোহলি। দলীয় ১১ রানে ওপেনার অভিনব মুকুন্দের (০) উইকেট হারায় স্বাগতিকরা। ইনিংসের তৃতীয় ওভারে তাকে এলবির ফাঁদে ফেলে অজিদের দিনের প্রথম ব্রেকথ্রু এনে দেন পেসার মিচেল স্টার্ক।

চেতশ্বর পুজারার (১৭) বিদায়ে মধ্যাহ্ন বিরতিতে যায় দু’দল। তাকে পিটার হ্যান্ডসকম্বের ক্যাচে পরিণত করেন লিওন। রাহুল-পুজারার জুটিতে আসে ৬১। প্রথম সেশন শেষে স্কোরবোর্ডে ২৭.৫ ওভারে দুই উইকেট হারিয়ে ৭২ রান তোলে স্বাগতিকরা।

আবারো দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে ব্যর্থ হন দলপতি কোহলি। বেঙ্গালুরুতে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাত্র ১২ রান করে সাজঘরে ফেরেন তিনি। টানা তিন ইনিংসে (প্রথম টেস্টে ০, ১৩) হাসেনি কোহলির ব্যাট। কোহলিকে এলবির ফাঁদে ফেলে সতীর্থদের উদযাপনের মধ্যমনি বনে যান স্পিনার নাথান লিওন। দলীয় ৮৮ রানে তৃতীয় উইকেট হারায় টিম ইন্ডিয়া।

এরপর জুটি গড়ে তোলেন আজিঙ্কা রাহানে আর লোকেশ রাহুল। লিওনের তৃতীয় শিকারে সাজঘরে ফেরেন রাহানে। এই জুটি স্কোরবোর্ডে আরও ৩০ রান যোগ করেন। দলীয় ১১৮ রানের মাথায় রাহানেকে (১৭) স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেন লিওন। ভারতের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন করুন নায়ার (২৬)। প্রথম টেস্টের নায়ক স্টিভ ও’কিফ তার ঘূর্ণি জাদুতে নায়ারকে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলে নিজের প্রথম উইকেট তুলে নেন। দলীয় ১৫৬ রানের মাথায় ভারত পঞ্চম উইকেট হারায়। লোকেশ রাহুলের সঙ্গে ৩৮ রানের জুটি গড়েন নায়ার।

ভারতের টানা ১৯ টেস্টে (ঘরের মাঠে টানা ২০) অপরাজেয় থাকার দৌড় থামায় অস্ট্রেলিয়া। চার ম্যাচ সিরিজের শুরুতেই বড় এক ধাক্কাই খায় বিরাট কোহলির দল। নিজেদের পাতানো ফাঁদেই আটকা পড়ে স্বাগতিকরা! স্পিনবান্ধব উইকেটে তিন দিনেই ম্যাচের নিষ্পত্তি ঘটে।

ভারতের মাটিতে টানা সাত টেস্টে হারের পর ৩৩৩ রানের উড়ন্ত জয়ে বাঁধভাঙা উল্লাসে মাতে অজিরা। বাঁহাতি স্পিন ঘূর্ণিতে একাই ১২টি উইকেট নিয়ে ভারতের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন ম্যাচ সেরা স্টিভ ও’কিফ। দুই ইনিংস মিলিয়ে টিম ইন্ডিয়ার সংগ্রহ ছিল ২১২ (১০৫ ও ১০৭)।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, ৪ মার্চ, ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।