ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

অতিরিক্ত দুটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩২ ঘণ্টা, মার্চ ৫, ২০১৭
অতিরিক্ত দুটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান ছবি:সংগৃহীত

পাকিস্তানের আসছে ওয়েস্ট ইন্ডিজ সফরে আরও দুটি টি-টোয়েন্ট যুক্ত হলো। ফলে টি-২০ বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে মোট চার ম্যাচের টি-২০ সিরিজ খেলবে সফরকারীরা। এর আগে পূর্ণাঙ্গ সিরিজে দুই ম্যাচের টি-২০ সিরিজ হওয়ার কথা ছিল।

অতিরিক্ত দুই টি-টোয়েন্টির প্রথমটি ২৬ মার্চ বার্বাডোজের কেনিংটন ওভাল ব্রিজটাউনে অনুষ্ঠিত হবে। আর ৩০ মার্চ ত্রিনিদাদ এন্ড টোবাগোর কুইন্স পার্ক ওভালে পরের ম্যাচটি অনুষ্ঠিত হবে।

 

এদিকে আগের সূচিতে থাকা প্রথম টি-২০ ম্যাচটি ৩১ মার্চ ছিল। তবে নতুন দুটি যোগ হওয়ায় এখন তৃতীয় ম্যাচটি ১ এপ্রিল অনুষ্ঠিত হবে। সিরিজের বাকি সূচি অপরিবর্তিতই থাকবে।

২০১৩ সালের জুলাইয়ে সবশেষ ক্যারিবীয়ান সফরে গিয়েছিল টিম পাকিস্তান। সেবার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজটি ৩-১ ব্যবধানে জিতে নিয়েছিলেন মিসবাহ-হাফিজরা। আর দুই ম্যাচের টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল স্বাগতিকরা।

অন্যদিকে, ২০১১ সালে ক্যারিবীয়দের মাটিতে শেষবার টেস্ট খেলেছিল দক্ষিণ এশিয়ার ক্রিকেট পরাশক্তিরা। দুই ম্যাচের সিরিজটি ১-১ সমতায় নিষ্পত্তি হয়েছিল।

পোর্ট অব স্পেনে আগামী ২ এপ্রিল চতুর্থ ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ৭ এপ্রিল ওডিআই সিরিজ মাঠে গড়াবে। বাকি দু’টি ওয়ানডে ৯ ও ১১ এপ্রিল। কিংস্টনে প্রথম টেস্ট শুরু ২২ এপ্রিল। ৩০ এপ্রিল দ্বিতীয় ও তৃতীয় টেস্ট ১০ মে থেকে।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ০৫ মার্চ, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।