ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

তৈরি হচ্ছে টাইগাররা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, মার্চ ৫, ২০১৭
তৈরি হচ্ছে টাইগাররা ছবি: সংগৃহীত

গলে আগামী ৭ মার্চ স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের পর ১৫ মার্চ কলম্বোর পি সারা ওভালে দ্বিতীয় টেস্টে লঙ্কানদের মোকাবেলা করবে সফরকারী বাংলাদেশ। আর প্রথম ম্যাচকে সামনে রেখে ঘাম ঝরিয়েছে টাইগাররা।

গলে মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। মাঝে আছে আরও একদিন।

নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নিচ্ছে বাংলাদেশ।

রোববার সকালে অনুশীলনে ব্যস্ত ছিলেন মুশফিক-তামিম-মাহমুদউল্লাহ-মুমিনুলরা। নিজেদের তৈরি করতে ব্যাটিং, বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিং অনুশীলনও সেরে নিয়েছে টাইগাররা।

প্রথম টেস্ট ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এবারের দ্বিপাক্ষিক সিরিজ। প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০.৩০ মিনিটে। এরপর ১৫ মার্চ কলম্বোর পি সারা ওভালে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচের সময়ও একই। দ্বিতীয় ম্যাচের মধ্যদিয়ে টেস্ট ক্রিকেট ইতিহাসে শততম টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করবে বাংলাদেশ।

টেস্ট সিরিজ শেষে ২২ মার্চ কলম্বোতে সীমিত ওভারের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ২৫ মার্চ ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৮ মার্চ। ১ এপ্রিল কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেটি অনুষ্ঠিত হবে।

টেস্ট, ওয়ানডে সিরিজ শেষে আগামী ৪ ও ৬ এপ্রিল কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ০৫ মার্চ ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।