ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

পিএসএল শিরোপা জিতলো পেশাওয়ার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৫ ঘণ্টা, মার্চ ৬, ২০১৭
পিএসএল শিরোপা জিতলো পেশাওয়ার ছবি:সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দ্বিতীয় আসরের শিরোপা ঘরে তুললো পেশাওয়ার। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে ৫৮ রানের বড় ব্যবধানে হারিয়ে ট্রফি উদযাপন করে ড্যারেন স্যামি বাহিনী। তবে শঙ্কা নিয়ে পাকিস্তানে খেলতে যাওয়া বাংলাদেশি ব্যাটসম্যান এনামুল হক বিজয় পারফর্ম করতে ব্যর্থ হয়েছেন।

আগে ব্যাট করা পেশাওয়ার নির্ধারিত ওভার শেষে ছয় উইকেট হারিয়ে ১৪৮ রান করে। জবাবে ১৬.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৯০ রান করতে পারে সরফরাজ আহমেদে নেতৃত্বে কোয়েটা।

পেশাওয়ারের টার্গেটে ব্যাট করতে নামা কোয়েটার হয়ে তিন নম্বরে নামেন বিজয়। তবে ৯ বল খেলে মাত্র ৩ রান নিতে পারেন ডানহাতি এ ব্যাটসম্যান। মোহাম্মদ আসগরের বলে ক্রিস জর্ডানকে ক্যাচ দেন তিনি। দলের হয়ে সর্বোচ্চ ২৪ রান করেন শন আরভিন।

আসগর তিন উইকেট নেন। দুই উইকেট করে পান হাসান আলী ও ওহাব রিয়াজ।

এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার কামরান আকমলের ৪০ রানে ভর করে চ্যালেঞ্জিং সংগ্রহ পায় পেশাওয়ার। শেষ দিকে ২৮ রান করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন অধিনায়ক ড্যারেন স্যামি।

ফাইনালে দারুণ অবদান রাখা স্যামি হন ম্যাচ সেরা। আর পুরো টুর্নামেন্টে উজ্জ্বল পারফরম্যান্স করা কামরান আকমল টুর্নামেন্ট সেরা হন।

বাংলাদেশ সময়: ০৮৪২ ঘণ্টা, ০৬ মার্চ, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।