ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ জিতে নিল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৭ ঘণ্টা, মার্চ ৬, ২০১৭
ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ জিতে নিল ইংল্যান্ড ছবি:সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজকে চার উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ২-০তে সিরিজ জিতে নিল ইংল্যান্ড। ক্যারিবীয়দের করা ২২৫ রানের জবাবে জো রুট ও ক্রিস ওকসের দুর্দান্ত ব্যাটিংয়ে ১০ বল বাকি থাকতেই জয় তুলে নেয় ইয়ন মরগান বাহিনী।

অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে জয়ের লক্ষ্যে খেলতে নেমে রুটের ৯০ রানই ইংলিশদের পথ দেখায়। তবে মাঝে নিয়মিত বিরতিতে উইকেট হারালে শেষ দিকে হাল ধরেন পেস বোলিং অলরাউন্ডার ওকস।

তিনি ৬৮ রানে অপরাজিত থাকেন। এছাড়া ওপেনার জেসন রয় ৫২ রান করেন।

ক্যারিবীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ তিন উইকেট পান অ্যাসলে নার্স। আরেক স্পিনার দেবেন্দ্র বিশু দুটি উইকেট পান।

এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে জেসন মোহাম্মদের হাফসেঞ্চুরি ও ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েটের ৪২ রানের সুবাদে দু’শর বেশি করতে পারে স্বাগতিকরা। জনসন কার্টার করেন ৩৯ রান।  

লিয়াম প্ল্যাঙ্কেট নেন সর্বোচ্চ তিনটি উইকেট। এছাড়া দুটি করে উইকেট পান স্টিভেন ফিন ও আদিল রশিদ।

ম্যাচ সেরা হন রুট।

বাংলাদেশ সময়: ০৯০৭ ঘণ্টা, ০৬ মার্চ, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।