এক নজরে দেখে নেওয়া যাক দু’দলের মধ্যকার টেস্ট লড়াইয়ের কিছু পরিসংখ্যান-
হেড টু হেডঃ শ্রীলঙ্কার বিপক্ষে সাদা পোশাকের লড়াইয়ে বাংলাদেশের অবস্থা খুব একটা উজ্জ্বল নয়। দু’দলের এখন পর্যন্ত ১৬ বারের দেখায় ১৪ বারই পরাজয়ের স্বাদ নিতে হয়েছে টাইগারদের।
সর্বোচ্চ রান সংগ্রাহকঃ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বাধিক রান সংগ্রাহক মোহাম্মদ আশরাফুল। জাতীয় দলের বাইরে থাকা ডানহাতি এ ব্যাটসম্যান প্রিয় প্রতিপক্ষের বিপক্ষে খেলেছেন ১৩টি টেস্ট। যার মধ্যে সর্বাধিক পাঁচ সেঞ্চুরির সাহায্য ৪৫.৪১ গড়ে সংগ্রহ করেছেন ১০৯০ রান। পাশপাশি অবিশ্বাস্য ৯৫.৫৭ গড়ে লঙ্কান সাবেক ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারার সংগ্রহ ১৮৯৬ রান।
সর্বাধিক উইকেট শিকারি: এ যাত্রায়ও এগিয়ে লঙ্কানরা। ১১ টেস্টে অংশ নিয়ে ৮৯ উইকেট নিয়ে বোলারদের মধ্যে সবচেয়ে এগিয়ে স্পিন কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো এ বোলার বাংলাদেশের বিপক্ষে ১৩.৩৭ গড়ে উইকেটগুলো পেয়েছেন। বিপরীতে, লঙ্কানদের বিপক্ষে জাতীয় দল থেকে বাদ পড়া শাহাদাতের উইকেট শিকারের সংখ্যা ২৪। তার পরেই রয়েছেন সাকিব আল হাসান। সাবেক বিশ্বসেরা এ অলরাউন্ডার ৫ টেস্ট খেলে নিজের ঝুলিতে নিয়েছেন ২০টি উইকেট।
সর্বোচ্চ ও সর্বনিম্ন দলীয় সংগ্রহঃ শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দলীয় সর্বোচ্চ রানের ইনিংসটি এসেছে গত সফরে। গলে সেবার মুশফিক, আশরাফুলের অসাধারণ ব্যাটিং নৈপুণ্যে ৬৩৮ রান করে বাংলাদেশ যা টেস্ট ইতিহাসের পাশাপাশি শ্রীলঙ্কার বিপক্ষেও সাকিব-মুশফিকদের দলীয় সর্বোচ্চ রানের ইনিংস। আর লঙ্কানদের বিপক্ষা বাংলাদেশের সর্বনিম্ন সংগ্রহ ৬২ রান। অন্যদিকে, বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার ২৯৩ রানের সর্বনিম্ন সংগ্রহের বিপরীতে দলীয় সর্বোচ্চ সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ৭৩০ রান।
বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, ০৬ মার্চ, ২০১৭
এমএমএস