আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগের এশিয়ান রিজিওন ডিভিশনের ম্যাচে ক্রিকেটে প্রায় অনভিজ্ঞ দেশ চীনের বিপক্ষে কুয়েত নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে ৪৬০ রান। জবাবে, ব্যাটিংয়ে নেমে ১৬.৪ ওভারে ৫৭ রান তুলেই গুটিয়ে যায় চীন।
আগের দিন সৌদি আরবের ৪১৮ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২৮ রানে গুটিয়ে যায় চীন। মাত্র ১২.৪ ওভারে সব উইকেট পড়ে যায় তাদের। স্কোরবোর্ডে শূন্যের ভিড় দেখা গিয়েছে বেশি। সর্বোচ্চ রান বলতে অতিরিক্ত ১৩। ব্যক্তিগত ব্যাটিংয়ে জুয়াং জেলিন এবং ঝেং পেং দু’জনে সর্বোচ্চ ৬ রান করেন।
রোববার (২৩ এপ্রিল) কুয়েত আগে ব্যাট করতে নামে। দুই ওপেনারই সেঞ্চুরি তুলে নেন। ওপেনিং জুটিতে তাদের আসে ২৩৯ রান। আমির জাভেদ ৯১ বলে ১১টি চার আর ১৩টি ছক্কায় করেন ১৪৪ রান। আরেক ওপেনার উসমান ওয়াহিদ ১০০ বলে ৫টি চার আর ৯টি ছক্কায় করেন ১১০ রান।
২৭ বলে ৪৩ রান করেন মোহাম্মদ আমিন। ৩০ বলে তিনটি চার আর ৬টি ছক্কায় ৬৫ রান আসে আলি জাহিরের ব্যাট থেকে। ১৮ বলে ২৮ রান করেন দলপতি মোহাম্মদ গোলাম। অতিরিক্ত খাত থেকে আসে আরও ৪২টি রান।
ব্যাটিংয়ে নেমে আবারো লজ্জায় ডোবেন চীনের ব্যাটসম্যানরা। সর্বোচ্চ ২২ বলে ২৫ রান করেন ইউ ওয়েজি। ২৪ বলে ১১ রান করেন অপরাজিত থাকা গে ইউংসেং। আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের রানে যেগে পারেননি।
কুয়েতের বোলার হারুন শহীদ ৬.৪ ওভার বল করে মাত্র ১৯ রান খরচায় তুলে নেন ৮টি উইকেট।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ২৩ এপ্রিল ২০১৭
এমআরপি