দুইবারের চ্যাম্পিয়ন কেকেআর তাদের জার্সিতে দুটি তারকা চিহ্ন নিয়ে খেলছে। এবার দলটির টার্গেট তিন নম্বর শিরোপা জেতা।
সাক্ষাৎকারের এক পর্যায়ে প্রশ্নকর্তা সাকিবকে জিজ্ঞেস করেছিলেন, কিভাবে তার অবসর কাটে? উত্তরে সাকিব জানান, ‘আমি মেয়ে আর পরিবারকে নিয়ে সময় কাটাই। যখন আমি মাঠে থাকি না, তখন আমি মেয়েকে নিয়ে খেলা করি। ’
কলকাতা সাকিবের নিজের ঘরের মতোই, এমনটি জানিয়েছেন আগেই। এই দলেই ৬-৭ বছর থেকে খেলছেন। এবার তাকে জিজ্ঞেস করা হয়েছিল, দলের কাকে কাকে বেশি পছন্দ। উত্তরে সাকিব বেশ কৌশলী। তিনি নির্দিষ্ট করে কোনো ক্রিকেটারের নাম বলেননি। তবে, দলের সবচেয়ে আলসে ক্রিকেটারের নাম জানাতে গিয়ে সাকিব হেসেই বলেছেন কুলদীপ যাদবের নাম। আর জাতীয় দলে নিজেকেই আলসে ক্রিকেটার হিসেবে মনোনীত করেছেন সাকিব।
ড্রেসিং রুমে বিদেশি ক্রিকেটারদের অনেকের সঙ্গেই সখ্যতা গড়ে উঠলেও জাতীয় দলে তামিমের সঙ্গে ড্রেসিং রুম কিংবা হোটেল রুম ভাগাভাগি করার কথা জানিয়েছেন সাকিব। নেটে মাশরাফির বল খেলতে বিপাকে পড়তে হয় বলেও জানিয়েছেন সাকিব। তবে, এটাও জানিয়েছেন, ম্যাশের বল মোকাবেলা করতেও তিনি পছন্দ করেন।
ক্রিকেটার না হলে ফুটবলার হতেন বলেও জানান সাকিব। আর আর্জেন্টাইন আইকন লিওনেল মেসির বড় ভক্ত বলেও জানান।
নিজের কোন ম্যাচটি স্মরণীয় এমন প্রশ্নে সাকিব জানান, ‘একটি দল হিসেবে যদি বলেন, তাহলে বলবো ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে জেতা ম্যাচটির কথা। আর ব্যক্তিগত ম্যাচ হিসেবে দেখি, তাহলে বলবো নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি, যেখানে আমি ২০০ করেছিলাম। ’
বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, ২৪ এপ্রিল ২০১৭
এমআরপি