গত ফেব্রুয়ারিতে হওয়া আইপিএল নিলামে অবিক্রিত ছিলেন পাঠান। যেখানে তার বেজ প্রাইজ ধরা হয়েছিল ৫০ লাখ ভারতীয় রুপি।
৩২ বছর বয়সী ইরফান এখন পর্যন্ত আইপিএলের পাঁচটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন-চেন্নাই সুপার কিংস, দিল্লি ডেয়ারডেভিলস, কিংস ইলিভেন পাঞ্জাব, সানরাইজার্স হায়দ্রাবাদ ও রাইজিং পুনে সুপারজায়ান্টস। যেখানে ১০২টি ম্যাচ খেলে তিনি ৮০টি উইকেট লাভ করেছেন। আর ১২০.৫৭ স্ট্রাইক রেটে ১ হাজার ১৩৭ রান করেন। তবে গতবার পুনের হয়ে বাজে পারফর্ম করায় দলটি তাকে ছেড়ে দেয়।
এদিকে চলতি মৌসুমে ব্রাভো গুজরাটের সঙ্গে থাকলেও কোনো ম্যাচ খেলতে পারেননি। আগে থেকেই ইনজুরি থাকায় টুর্নামেন্টের মাঝ থেকে তার খেলার কথা ছিল। তবে শেষ পর্যন্ত সুস্থ হয়ে না ওঠায় বাদ পড়তে হয় তাকে।
গত মৌসুমের প্লে-অফে খেলা গুজরাটের এবারের অবস্থান খুবই খারাপ। এখন পর্যন্ত দুটি জয়ে আট দলের মধ্যে সাতে রয়েছে সুরেশ রায়না নেতৃত্বে থাকা গুজরাট।
বাংলাদেশ সময়: ০৯৪৭ ঘণ্টা, ২৫ এপ্রিল, ২০১৭
এমএমএস