মঙ্গলবার (২৫ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের সম্মেলন কক্ষে ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দেশ ছাড়ার আগে আয়োজিত সংবাদ সম্মেলনে টাইগারদের দলপতি মাশরাফি এমন প্রত্যয় ব্যক্ত করেন।
ত্রিদেশীয় সিরিজের প্রতিটি ম্যাচেই জয়ের আশাবাদ ব্যক্ত করে এই টাইগার ওয়ানডে দলপতি আরও বলেন, ‘ত্রিদেশীয় সিরিজে অবশ্যই জয়ের জন্য যেতে হবে।
ডাবলিনে ত্রিদেশীয় সিরিজ শুরুর আগে ব্রাইটনে প্রস্তুতি ক্যাম্প করবে টিম বাংলাদেশ। এই প্রস্তুতি ক্যাম্পের মধ্যে আছে; ১ মে স্থানীয় ক্লাব ডিউক অব নরফোক একাদশের সাথে প্রথম ও ৫ মে দ্বিতীয় প্রীতি ম্যাচে সাসেক্স একাদশের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচ।
আর প্রস্তুতি ক্যাম্পের পুরো বিষয়টিই দারুণ ইতিবাচকভাবে ভাবতে শেখাচ্ছে মাশরাফিকে, ‘১০-১২ দিন যে ক্যাম্প করবো সেটা ভালো প্রস্তুতির একটা পিরিয়ড হতে পারে। ওভারঅল অনেক সময় আমরা ওখানে পাচ্ছি। তবে প্রস্তুতির দিক থেকে বলবো আমরা যদি খুব ভালোভাবে প্রস্তুতি নিতে পারি, আত্মবিশ্বাস অর্জন করতে পারি আশা করি তা ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে কাজে দেবে। ’
উল্লেখ্য, ব্রাইটনে ক্যাম্প শেষে ৭ মে আয়ারল্যান্ডের উদ্দেশে ইংল্যান্ড ছাড়বে হাথুরুসিংহের শিষ্যরা। আয়ারল্যান্ড পৌঁছে ১০ মে বেলফাস্টে একমাত্র প্রস্তুতি ম্যাচের পর ১২ মে ডাবলিনে চার ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক আয়ারল্যান্ডকে মোকাবেলা করবে সফরকারী বাংলাদেশ। ১৭ মে নিজেদের দ্বিতীয় ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।
এরপর ১৯ মে আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও ২৪ মে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচ দিয়ে আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজের সমাপ্তি টানবে টিম বাংলাদেশ।
বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, ২৫ এপ্রিল ২০১৭
এইচএল/এমআরপি