ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ম্যাচ হারের পর এবার ক্যারিবীয়দের জরিমানা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪১ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
ম্যাচ হারের পর এবার ক্যারিবীয়দের জরিমানা ম্যাচ হারের পর এবার জরিমানার কবলে ক্যারিবীয়রা/ছবি: সংগৃহীত

পাকিস্তানের কাছে জ্যামাইকা টেস্ট (২১-২৫ এপ্রিল) হেরে তিন ম্যাচ সিরিজে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ। তার ওপর যুক্ত হলো জরিমানা! স্লো ওভার রেটের কারণে ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডারকে ২০ শতাংশ ও দলের বাকি সদস্যদের ম্যাচ ফি’র ১০ শতাংশ হারে জরিমানা করা হয়েছে।

এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। নির্ধারিত সময়ের চেয়ে এক ওভার পিছিয়ে ছিল স্বাগতিকরা।

কোড অব কন্ডাক্টের আর্টিক্যাল ২.৫.১ অনুযায়ী, ছোটখাট ওভার রেটের অপরাধে প্রতি ওভার ঘাটতিতে অধিনায়কের জরিমানা দ্বিগুণ।

প্রথম টেস্টের শেষ দিনে অসহায় আত্মসমর্পণই করে ও. ইন্ডিজ। সাত উইকেটের দাপুটে জয়ে ক্যারিবিয়ানে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের মিশনে এক ধাপ এগিয়ে গেল পাকিস্তান।

বার্বাডোসে আগামী রোববার (৩০ এপ্রিল) দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দু’দল। খেলা শুরু বাংলাদেশ সময় দিবাগত রাত ৮টায়।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, ২৬ এপ্রিল, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।