তাছাড়া মাঠের ত্রিশ গজের বালু ফেলার কাজও ইতোমধ্যে শেষ হয়েছে। পাশাপাশি আউট ফিল্ডেরও অনেক জায়গায় বালু ফেলার কাজ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) মাঠ পরিদর্শন শেষে গণমাধ্যমকে এ তথ্য দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গ্রাউন্ডস ও ফ্যাসিলিটিস বিভাগের সিনিয়র ন্যাশনাল ম্যানজার সৈয়দ আব্দুল বাতেন।
মাঠ পুরোপুরি প্রস্তুত করতে ভবিষ্যত কর্মসূচির কথা জানাতে গিয়ে বাতেন বলেন, ‘মাঠের ঘাস ও বালু ফেলানোর কাজ শেষ হবে মে মাসের মধ্যে। জুন-জুলাই যাবে পরিচর্যা করতে। সে সময় মাঠে পানি দেয়া ঘাস বাড়লে রোল করার মতো বিষয় থাকবে। আগস্ট থেকে মাঠ পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে। ’
গ্রাউন্ডস কমিটির এই সিনিয়র ম্যানেজারের তথ্যমতে, আগস্ট মাসে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামের কাজ শেষ হলে সেপ্টেম্বর মাসে সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের টেস্ট দিয়ে ক্রিকেট ফিরবে দেশের হোম অব ক্রিকেট মিরপুরে।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ২৭ এপ্রিল ২০১৭
এইচএল/এমআরপি