ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

ক্লাব আজীবন আর দুই বোলার ১০ বছর নিষিদ্ধ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৭ ঘণ্টা, মে ২, ২০১৭
ক্লাব আজীবন আর দুই বোলার ১০ বছর নিষিদ্ধ ক্লাব আজীবন আর দুই বোলার ১০ বছর নিষিদ্ধ

ঢাকা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে লালমাটিয়ার বোলার সুজন মাহমুদের ৪ বলে ৯২ রান ও ফিয়ার ফাইটার্স বোলার তাসনিম হাসানের ১.১ ওভারে ৬৯ রানের বিষয়টির তদন্ত শেষে এই রিপোর্ট জানানো হয়েছে। অভিযুক্ত দুই বোলারকেই ১০ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

ক্রিকেট বিশ্বে সাড়াজাগানো ঘটনাগুলোর তদন্ত শেষ হওয়ার পর মঙ্গলবার (০২ মে) ওই তদন্ত রিপোর্ট ঘোষণা করা হলো। গণমাধ্যমকে এই বিষয়গুলো জানান বিসিবির ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান ও তদন্ত কমিটির প্রধান শেখ সোহেল।

বিষয়টি নিয়ে তিনি জানান, ‘দুই অভিযুক্ত বোলার সুজন আর তাসনিমকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। অভিযোগের সত্যতা মেলায় তাদের এই নির্বাসন দেওয়া হয়। এছাড়া, অভিযুক্ত আম্পায়ার ৬ মাসের জন্য নিষিদ্ধ থাকবেন। ’

আম্পয়ারদের পক্ষপাতদুষ্ট আচরণের অভিনব প্রতিবাদ করে গত ১১ এপ্রিল ঢাকা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে এক্সিওম ক্রিকেটার্সের বিপক্ষে লালমাটিয়া ক্লাবের বোলার মো: সুজন মাহমুদের ৪ বলে ৯২ রান দিয়েছিলেন। অভিযোগ ছিল সেদিন ব্যাটিং করতে নামলে আম্পায়াররা সুজনকে বলেছিলেন দ্রুত আউট হয়ে খেলা শেষ করতে। তা না হলে তারাই তাকে আউট দিয়ে দেবেন। আম্পায়ারদের এমন অপেশাদার কথার প্রতিবাদেই সুজন সেদিন এমন লঙ্কাকাণ্ড ঘটিয়েছিলেন।

সেদিন সুজনের ১৩টি ওয়াইড থেকে ৬৫, ৩টি নো বল থেকে ১৫ ও চারটি বৈধ বল থেকে নেয়া রানে ৮৯ রানের লক্ষ্য টপকে ৯২ রান সংগ্রহ করে এক্সিওম ক্রিকেটার্স।

তার আগের দিন ইন্দিরা রোড ক্রীড়া চক্রের বিপক্ষে ফিয়ার ফাইটার্স বোলার তাসনিম হাসান ৭ বল করে দিয়েছিলেন ৬৯ রান।

বিসিবির তদন্ত শেষে রিপোর্ট জানাতে গিয়ে শেখ সোহেল আরও যোগ করেন, ‘লালমাটিয়া এবং ফিয়ার ফাইটার্স দুটি দলকেই আজীবন নিষিদ্ধ করা হয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, ০২ মে ২০১৭
এমআরপি/এইচএল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।