ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

আশরাফুলের ব্যর্থতার দিন উজ্জ্বল শুভাগত-সাইফ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, মে ২, ২০১৭
আশরাফুলের ব্যর্থতার দিন উজ্জ্বল শুভাগত-সাইফ আশরাফুলের ব্যর্থতার দিন উজ্জ্বল শুভাগত-সাইফ

চলতি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) সহজ জয় তুলে নিয়েছে আবাহনী। মোহাম্মদ আশরাফুলের নেতৃত্ব বদলে দিয়েও জয়ের দেখা পায়নি কলাবাগান ক্রীড়া চক্র। মোহাম্মদ মিঠুনের আবাহনীর কাছে ৬ উইকেটে হেরেছে তুষার ইমরানের নেতৃত্বে খেলতে নামা কলাবাগান।

বিকেএসপির চার নম্বর মাঠে মঙ্গলবার (০২ মে) আগে ব্যাট করে কলাবাগান ৪৫.৫ ওভারে অলআউট হওয়ার আগে করে ১৫৬ রান। জবাবে, ৩০.২ ওভার ব্যাট করে ৪ উইকেট হারানো আবাহনী জয়ের বন্দরে পৌঁছে যায়।

কলাবাগানের হয়ে মোহাম্মদ আশরাফুল আবারো ব্যাট হাতে ব্যর্থ। মাত্র ৭ রান করেই বিদায় নেন এই তারকা। তাতে খেলেছেন ৩৬টি বল। হ্যামিলটন মাসাকাদজা ৩১ আর দলপতি রানমেশিন খ্যাত তুষার ইমরান ৩৬ রান করেন। এছাড়া, মুক্তার আলি ২২, আবুল হাসান ১৩, জসিমুদ্দিন ১৩ রান করেন।

আবাহনীর স্পিনার শুভাগত হোম ১০ ওভারে মাত্র ১৯ রান খরচ করেন। দুটি মেডেনসহ চারটি উইকেট তুলে নেন এই তারকা স্পিনার। দুটি করে উইকেট দখল করেন মোহাম্মদ সাইফুদ্দিন এবং মানান শর্মা।

১৫৭ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে আবাহনীর ওপেনার লিটন দাস ২০ আর সাদমান ইসলাম ২০ রান করে বিদায় নেন। চার নম্বরে নেমে নাজমুল হোসেন শান্ত ২৪ রান করে সাজঘরের পথ ধরেন। সেখান থেকে দলকে টানতে থাকেন তিন নম্বরে নামা সাইফ হাসান আর দলপতি মোহাম্মদ মিঠুন। এই জুটি থেকে আসে ৪৯ রান। সাইফ ৬২ বলে ৬টি চার আর একটি ছক্কায় করেন ৬১ রান। আর মিঠুন অপরাজিত থাকেন ৩০ রান করে। শেষ সময়ে ব্যাটিংয়ে নেমে আফিফ হোসেন ধ্রুব অপরাজিত থাকেন ২ রানে।

কলাবাগানের আবুল হাসান দুটি উইকেট নেন। একটি উইকেট পান নাবিল সামাদ। ২ ওভারে ১৬ রান খরচায় একটি উইকেট নিয়ে ব্যাটিংয়ের পর বোলিংয়েও ব্যর্থ মোহাম্মদ আশরাফুল।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, ০২ মে ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।