ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

আজহার-মিসবাহর ব্যাটে পাকিস্তানের ৮১ রানের লিড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৫ ঘণ্টা, মে ৩, ২০১৭
আজহার-মিসবাহর ব্যাটে পাকিস্তানের ৮১ রানের লিড আজহার-মিসবাহর ব্যাটে পাকিস্তানের ৮১ রানের লিড/ছবি: সংগৃহীত

আজহার আলী ও মিসবাহ উল হকের ব্যাটিং নৈপুণ্যে বার্বাডোস টেস্টের প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ৩১২ রানের জবাবে ৮১ রানের লিড পেয়েছে পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে ৪০ রানে এক উইকেট হারিয়ে তৃতীয় দিন শেষ করেছে ক্যারিবীয়রা।

ক্রেইগ ব্রাথওয়েট ৮ ও শিমরন হেটমায়ের ২২ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। দ্বিতীয় ওভারেই ওপেনার কাইরন পাওয়েলকে (৬) হারায় স্বাগতিকরা।

তাকে সরফরাজ আহমেদের গ্লাভসবন্দি করেন পেসার মোহাম্মদ আব্বাস।

এর আগে প্রথম ইনিংসে রোস্টন চেজের ১৩১ রানের লড়াকু ব্যাটিং নৈপুণ্যে ৩১২ রানে থামে ও. ইন্ডিজ। জবাবে ১৫৫ রানের ওপেনিং জুটিতে পাকিস্তানকে দুর্দান্ত শুরু এনে দেন আজহার আলী ও আহমেদ শেহজাদ (৭০)। ক্যারিয়ারের ১৩তম টেস্ট সেঞ্চুরি উদযাপন করেন আজহার।

মিসবাহর দুর্ভাগ্য! মাত্র এক রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন তিনি। শেষ পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে দলীয় সংগ্রহ দাঁড়ায় ৩৯৩। শ্যানন গ্যাব্রিয়েল ৪টি উইকেট দখল করেন। তিনটি করে নেন জেসন হোল্ডার ও স্পিনার দেবেন্দ্র বিশু।

ক্যারিবিয়ানে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের লক্ষ্যে চোখ রাখছে পাকিস্তান। তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে তারা। জ্যামাইকায় অনুষ্ঠিত প্রথম টেস্টে (২১-২৫ এপ্রিল) ৭ উইকেটের দাপুটে জয় পায় সফরকারীরা।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, ৩ মে, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।