ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

সাকিবের চোখে বাংলাদেশের এই দলটাই ইতিহাসের সেরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৭ ঘণ্টা, মে ৩, ২০১৭
সাকিবের চোখে বাংলাদেশের এই দলটাই ইতিহাসের সেরা সাকিবের চোখে বাংলাদেশের বর্তমান দলটাই দেশের ক্রিকেট ইতিহাসের সেরা/ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

বিশ্ব ক্রিকেটে নিজেদের অন্য উচ্চতায় নিয়ে গেছে বাংলাদেশ দল। বিদেশের মাটিতেও টাইগারদের এখন আর খাটো করে দেখার সুযোগ নেই! নিজেদের ক্রিকেট ইতিহাসে বাংলাদেশের বর্তমান দলটাকেই সেরা বলছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

টি-২০ ক্রিকেটে মাশরাফির অবসরে অধিনায়কের দায়িত্ব এখন সাকিবের কাঁধে। এ ফরমেটে আরো উন্নতির তাগিদ দিয়েছেন তিনি।

আইপিএলে খেলার সুবাদে বর্তমানে ভারতে অবস্থান করছেন সাকিব। সেখানেই একটি ইংরেজি দৈনিকের প্রচারমূলক প্রোগ্রামে বাংলাদেশ ক্রিকেটের বর্তমান অবস্থা তুলে ধরেন।

সাকিবের অভিমত, ‘আমাদের কিছু ভালো ব্যাটসম্যান, ভালো পেসার ও ভালো স্পিনার রয়েছে। আমি মনে করি আমাদের এই টিমটাই এখন পর্যন্ত সেরা। আমার কোনো অভিযোগ নেই। আমাদের ক্রিকেট সঠিক পথেই এগোচ্ছে। গত দু’বছরের পারফরম্যান্সই তার প্রমাণ। ’

বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স ঈর্ষা করার মতোই। এ বছর শ্রীলঙ্কা সফরে বিশ্বের চতুর্থ দল হিসেবে শততম টেস্টে জয় তুলে নেয় টাইগাররা। সীমিত ওভারের ক্রিকেটের পর সাদা পোশাকেও নিজেদের আবির্ভাবের জানান দেয় তারা।

সংক্ষিপ্ত সংস্করণে উন্নতিতে জোর দিচ্ছেন সাকিব, ‘এটা নির্ভর করে আপনি কীভাবে নেবেন। হ্যাঁ, আমরা দেরিতে ভালো করছি কিন্তু আমাদের ভালো টি-২০ রেকর্ড নেই। এদিক থেকে আমাদের উন্নতি করা প্রয়োজন। ’

‘যখন আমি ওয়ানডে ও টেস্ট অধিনায়ক ছিলাম আমাদের অবস্থান এরকমই ছিল। আমরা শুধুমাত্র জিততে পারতাম না। এরপর ধীরে ধীরে জয় পেতে শুরু করি এবং এখন নিয়মিত ম্যাচ জিততেছি। তাই আমাদের টার্গেট টি-টোয়েন্টিতে ওই লেভেলে পৌঁছানো। ’-যোগ করেন সাকিব।

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, ২ মে, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।