ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

চ্যাম্পিয়নস ট্রফিতে চমকে দেবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৭ ঘণ্টা, মে ৩, ২০১৭
চ্যাম্পিয়নস ট্রফিতে চমকে দেবে বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রফিতে এমন উল্লাসে চোখ রাখছে বাংলাদেশ/ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

চ্যাম্পিয়নস ট্রফি শুরু হতে আর মাস সময়ও বাকি নেই। উদ্বোধনী ম্যাচেই স্বাগতিক ইংল্যান্ডকে মোকাবেলা করবে বাংলাদেশ। বিশ্ব ইভেন্টে ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী সাকিব আল হাসান। দলের উজ্জ্বল সম্ভাবনাই দেখছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

মানুষ যাতে মনে রাখতে পারে বাংলাদেশ দল এমন স্মরণীয় কিছু করতে পারবে বলে বিশ্বাস সাকিবের। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়নস ট্রফি সামনে রেখে সেখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ইংল্যান্ডের সাসেক্সে ট্রেনিং ক্যাম্পে ব্যস্ত সময় পার করছে টাইগাররা।

আইপিএলে খেলার কারণে দলের সঙ্গে নেই সাকিব ও মোস্তাফিজুর রহমান। দেশে ফিরে ৫ মে দু’জনের ইংল্যান্ডে যাওয়ার কথা রয়েছে। তার আগে ভারতের একটি ইংরেজি দৈনিকের প্রচারমূলক প্রোগ্রামে চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে কথা বলেন সাকিব।

‘আমি মনে করি আমাদের গ্রুপটি বেশি কঠিন। সবগুলো টিমই ভালো কিন্তু অস্ট্রেলিয়া, ইংল্যান্ড কঠিন প্রতিপক্ষ। দক্ষিণ আফ্রিকা সব সময়ই ভালো করে। ওয়ার্ল্ড ইভেন্টে ভালো করার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী যাতে করে মানুষ আমাদের পারফরম্যান্স মনে রাখতে পারে। ’

বিশ্বকাপের পর সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট চ্যাম্পিয়নস ট্রফি। আগামী ১ জুন অষ্টম আসরের পর্দা উঠবে। ‘এ’ গ্রুপে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সঙ্গী বাংলাদেশ। ‘বি’ গ্রুপে লড়বে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা।

চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতিতে ত্রিদেশীয় সিরিজে সাফল্য পেতে মরিয়া টিম বাংলাদেশ। আগামী ১২ মে প্রথম ম্যাচে আইরিশদের বিপক্ষে মাঠে নামবে মাশরাফির দল। পাঁচদিন পর নিউজিল্যান্ড ম্যাচ।

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, ২ মে, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।