ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

শেখ জামালের বড় জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, মে ৩, ২০১৭
শেখ জামালের বড় জয় শেখ জামালের বড় জয়-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) সপ্তম রাউন্ডে বড় জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ব্রাদার্স ইউনিয়নকে ৯২ রানে হারিয়েছে আব্দুর রাজ্জাকের দল। দলের হয়ে ভারতীয় ব্যাটসম্যান প্রশান্ত চোপরা সেঞ্চুরির দেখা পান। এছাড়া বোলিংয়ে পাঁচ উইকেট নেন তানভির হায়দার।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে এদিন জামালের করা ৩০৯ রানের জবাবে ২১৭ রানেই গুটিয়ে যায় ব্রাদার্স। জামাল নির্ধারিত ওভার শেষে সাত উইকেট হারিয়ে বড় সংগ্রহ দাঁড় করায়।

৩১০ রানের পাহাড়সম টার্টেগে খেলতে নেমে ব্রাদার্সের হয়ে সর্বোচ্চ ৭০ রান করেন ফরহাদ রেজা। এছাড়া আরও পাঁচ ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছালেও কেউ ইনিংস বড় করতে না পারায় স্বল্প রানেই সবকটি উইকেট হারায় দলটি। তানভির ৮.৫ ওভারে ৪১ রানের বিনিময়ে পাঁচ উইকেট দখল করেন।

এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে চোপড়ার ১০৬ জামালের বড় স্কোরের স্বপ্ন দেখায়। ৭৮ করেন ওপেনার ফজলে মাহমুদ। এছাড়া ৫৯ করেন আব্দুল্লাহ আল ‍মামুন।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ০৩ মে, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।