ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

দ্বিতীয় জয় পেল খেলাঘর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, মে ৩, ২০১৭
দ্বিতীয় জয় পেল খেলাঘর ম্যাচ সেরা রবি-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) নিজেদের দ্বিতীয় জয় তুলে নিল খেলাঘর সমাজকল্যাণ সমিতি। বিকেএসপিএর তিন নম্বর মাঠে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৫৭ রানে জয় পায় খেলাঘর।

ওপেনার রবিউল ইসলাম রবির সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভার শেষে সাত উইকেট হারিয়ে ৩০৩ রান করে খেলাঘর। জবাবে পুরো ওভার খেললেও নয় উইকেট হারিয়ে ২৪৬ রানের বেশি করতে পারেনি ভিক্টোরিয়া।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে নিয়মিত বিরতিতেই উইকেট হারায় ভিক্টোরিয়া। দলের হয়ে সর্বোচ্চ ৪৭ করে অপরাজিত থাকেন আরাফাত সানি। এছাড়া ৪৬ করেন ওপেনার রুবেল মিয়া। খেলাঘরের সুরাজ রনধিভ তিনটি উইকেট দখল করেন।

টসে হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ১০২ রান করেন রবি ও সালাউদ্দিন পাপ্পু। পাপ্পু ৬০ করে বিদায় নিলেও ১০৭ রান করেন রবি। এছাড়া ৪০ রান করেন নাজিমুদ্দিন।  

ডিপিএলে এখন পর্যন্ত ছয়টি ম্যাচ খেলেছে খেলাঘর। যেখানে নিজেদের দ্বিতীয় জয় পেল দলটি।  

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, ০৩ মে, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।