ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

জয়ের ধারায় ‍গাজী

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, মে ৩, ২০১৭
জয়ের ধারায় ‍গাজী ইনজুরিতে পড়া অমির ম্যাচ সেরা পুরস্কার নিচ্ছেন গাজীর অধিনায়ক নাদিফ-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) জয়ের ধারা অব্যাহত রেখেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৪ উইকেটে জিতে লিগ টেবিলের শীর্ষেই রইল দলটি।

পারটেক্সের নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ২৭০ রানের জবাবে ৬ উইকেট হারিয়ে ও ১ ওভার বাকি থাকতে জয় তুলে নেয় নাদিফ চৌধুরীরর দল।

বিকেএসপির চার নম্বর মাঠে ২৭১ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ওপেনার জহুরুল ইসলাম অমির ৯৬ রানে ভর করে জয় তুলে নেয় গাজী।

তবে অমি ইনজুরি নিয়ে মাঠ ছাড়লে সেঞ্চুরি আর করা হয়নি তার। দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান আসে আরেক ওপেনার আনামুল হকের ব্যাট থেকে।

এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ইরফান শুকুরের ৬৯ ও ওপেনার জাতিন সাক্সেনার ৬১’র ওপর নির্ভর করে তিনশ রানের কাছাকাছি পৌঁছায় পারটেক্স। গাজীর আবু হায়দার ও হোসেন আলী দুটি করে উইকেট নেন।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, ০৩ মে, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।