ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

ইয়াসির ঘূর্ণিতে সিরিজ জয়ের স্বপ্ন দেখছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৬ ঘণ্টা, মে ৪, ২০১৭
ইয়াসির ঘূর্ণিতে সিরিজ জয়ের স্বপ্ন দেখছে পাকিস্তান ইয়াসির ঘূর্ণিতে সিরিজ জয়ের স্বপ্ন দেখছে পাকিস্তান/ছবি: সংগৃহীত

শেষদিকে দ্রুত উইকেট হারিয়ে সারাদিনের ব্যাটিং নৈপুণ্য বৃথা গেল ওয়েস্ট ইন্ডিজের! একাই ছয় উইকেট নিয়ে পাকিস্তানকে প্রথমবারের মতো ক্যারিবিয়ানে টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন দেখাচ্ছেন লেগস্পিনার ইয়াসির শাহ। এক উইকেট হাতে রেখে ১৮৩ রানের লিড নিয়ে বার্বাডোস টেস্টের চতুর্থ দিন শেষ করেছে ক্যারিবীয়রা।

স্কোর: ওয়েস্ট ইন্ডিজ - ৩১২ ও ২৬৪/৯ (১০২ ওভার)
পাকিস্তান - ৩৯৩

প্রথম ইনিংস শেষে ৮১ রানে পিছিয়ে থাকার পর এক উইকেটে ৪০ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে স্বাগতিকরা। চ্যালেঞ্জিং লিড নেওয়ার লক্ষ্যে দলের ব্যাটিংয়ে সামনে থেকে নেতৃত্ব দেন তরুণ শাই হোপ।

৯০ রানের দায়িত্বশীল ইনিংস উপহার দেন এ উদীয়মান উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

হোপের বিদায়ের পরই যেন খেই হারিয়ে ফেলে ও. ইন্ডিজের ব্যাটিং লাইনআপ। ৮ বলে মাত্র ১ রানের বিনিময়ে তিনটি উইকেটের পতন ঘটে। ভিশল সিংকে (৩২) ক্লিন বোল্ড করেন পেসার মোহাম্মদ আব্বাস। পরের ওভারেই (৯১তম) হোপকে ফেরানো ইয়াসিরের চতুর্থ শিকারে পরিণত হন অধিনায়ক জেসন হোল্ডার (১)। এরপর শেন ডওরিচ (২) ও আলজারি জোসেফকেও  (৭) সাজঘরে পাঠান ইয়াসির।

সিংহের সঙ্গে পঞ্চম উইকেট জুটিতে ৮০ রান যোগ করেন হোপ। তার আগে ক্রেইগ ব্রাথওয়েট (৪৩) ও প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান রোস্টন চেজের (২৩) সঙ্গেও অর্ধশতক রানের পার্টনারশিপ গড়েন। কিন্তু, হোপের আশা জাগানো ব্যাটিংয়েও দিনের শেষটা হয়েছে মলিন!

তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে পাকিস্তান। জ্যামাইকায় অনুষ্ঠিত প্রথম টেস্টে (২১-২৫ এপ্রিল) ৭ উইকেটের দাপুটে জয় পায় মিসবাহ উল হকের দল।

বাংলাদেশ সময়: ০৮১৫ ঘণ্টা, ৪ মে, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।