ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

কিংবদন্তি কাদিরকে ছাড়িয়ে যাওয়ার পথে ইয়াসির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৬ ঘণ্টা, মে ৪, ২০১৭
কিংবদন্তি কাদিরকে ছাড়িয়ে যাওয়ার পথে ইয়াসির ইয়াসির শাহ/ছবি: সংগৃহীত

টেস্ট ক্রিকেটে বর্তমান বিশ্বের অন্যতম সেরা লেগস্পিনার ইয়াসির শাহ। তার সামনে স্বদেশী কিংবদন্তি আব্দুল কাদিরকে ছাড়িয়ে যাওয়ার হাতছানি! ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তানের সবচেয়ে সফল স্পিন বোলার হওয়ার লক্ষ্যে চোখ রাখছেন ৩১ বছর বয়সী ইয়াসির।

চলমান বার্বাডোস টেস্টের দ্বিতীয় ইনিংসে ইয়াসিরের স্পিন ঘূর্ণিতে নাকাল ক্যারিবীয়রা। একাই তুলে নেন ছয় উইকেট।

এক উইকেট হাতে রেখে ১৮৩ রানের লিড নিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করে স্বাগতিকরা। ক্যারিবিয়ানে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ পাকিস্তানের।

তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে মিসবাহ উল হকের দল। জ্যামাইকায় অনুষ্ঠিত প্রথম টেস্টে আটটি উইকেট (দ্বিতীয় ইনিংসে ৬টি) দখল করে ম্যাচ সেরার পুরস্কার জিতেছিলেন ইয়াসির। দ্বিতীয় টেস্টেও তারই পুনরাবৃত্তি।

ক্যারিয়ারের ২৫তম টেস্টে এসে দশমবারের মতো পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন ইয়াসির। ও. ইন্ডিজের বিপক্ষে চতুর্থবার। সব মিলিয়ে ক্যারিবীয়দের বিপক্ষে এখন পর্যন্ত পাঁচ টেস্টে ৩৭টি উইকেট নিয়েছেন তিনি।

লেগস্পিন লিজেন্ড কাদিরের রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে এসে গেছেন। ১০ ম্যাচে তার দখলে ৪২টি উইকেট। এ সিরিজ দিয়েই কাদিরকে টপকে নতুন ইতিহাস গড়ার সুযোগ পাবেন ইয়াসির। ডমিনিকায় আগামী ১০ মে তৃতীয় ও শেষ টেস্ট শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, ৪ মে, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।