ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

লারার আমন্ত্রণে যাচ্ছেন না শচীন!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৪ ঘণ্টা, মে ৪, ২০১৭
লারার আমন্ত্রণে যাচ্ছেন না শচীন! লারার আমন্ত্রণে যাচ্ছেন না শচীন!-ছবি:সংগৃহীত

আগামী ১৩ মে নিজের ক্রিকেট একাডেমি উদ্বোধন করবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্রায়ান লারা। আর এই উদ্বোধনী দিনে ভারতের ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকারের অংশগ্রহণের কথা থাকলেও থাকতে পারছেন না তিনি।

গত ২০ এপ্রিল স্থানীয় ক্রীড়া মন্ত্রী ড্যারেল স্মিথ একাডেমি উদ্বোধনের ঘোষণা দিয়েছিলেন। তবে জানা যায় এখন পর্যন্ত অনুষ্ঠানে উপস্থিত হওয়ার কোনো নিশ্চয়তা দেননি শচীন।

এর অাগে জানা যায় উদ্বোধনী অনুষ্ঠানে ক্রিকেটের বরপুত্র খ্যাত লারা আমন্ত্রণ জানিয়েছিলেন শচীন ও অস্ট্রেলিয়ান কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্নকে। পরে ক্রীড়া মন্ত্রনালয়ের কেবিনেট ব্রিফিংয়ে এটি পাস করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে একটি টি-টোয়েন্টি ম্যাচও হওয়ার কথা রয়েছে। যেখানে একটি দলের নেতৃত্বে থাকবেন লারা ও অন্য দলের অধিনায়ক শচীন। তবে একটি সূত্র মতে জানা যায়, অনুষ্ঠানে অংশগ্রহণ অথবা খেলা হচ্ছে না শচীনের।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, ০৪ মে, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।